সহজ নয় রাস্তা! এই ৩ টি সমীকরণ মিললেই WTC ফাইনালে পৌঁছবে ভারত, জানুন বিস্তারিত

বাংলা হান্ট ডেস্ক: ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার পথ ক্রমশ কঠিন হয়ে উঠছে ভারতীয় দলের (India National Cricket Team)। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজে শোচনীয় পরাজয়ের মুখে পড়ে টিম ইন্ডিয়া। এর পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার স্বপ্ন ভেঙে যেতে পারে ভারতীয় দলের।

এই ৩ টি সমীকরণ মিললেই WTC ফাইনালে পৌঁছবে ভারত (India National Cricket Team):

এমতাবস্থায়, টিম ইন্ডিয়ার (India National Cricket Team) সামগ্রিক অবস্থা অত্যন্ত শোচনীয় হয়ে পড়েছে এখন ভারতীয় দলকে ফাইনালে উঠতে অন্য দলের ওপর নির্ভর করতে হবে। শুধু তাই নয়, এর জন্য তিনটি শর্তের ওপর নজর রাখতে হবে ভারতীয় দলকে। বর্তমান প্রতিবেদনে আজ আমরা এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি।

৩. দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে হেরে গেলে: বর্তমান অবস্থা অনুযায়ী দক্ষিণ আফ্রিকা দলকেও এই সময়ে ফাইনালে যাওয়ার দাবিদার মনে হচ্ছে। শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিরুদ্ধে এখনও টেস্ট সিরিজ খেলতে হবে তাদের। এখন ভারতীয় দলকে চাইতে হবে যে দক্ষিণ আফ্রিকা যাতে এই দু’টি সিরিজে ভালো পারফর্ম না করে। টিম ইন্ডিয়ার জন্য সঠিক সমীকরণ হবে শ্রীলঙ্কার সাথে দক্ষিণ আফ্রিকার সিরিজ ড্র ​​এবং তারা পাকিস্তানের কাছে হেরে যাওয়া। তবেই ভারতীয় দলের (India National Cricket Team) জন্য সুযোগ আসতে পারে।

আরও পড়ুন: অস্ট্রেলিয়া সফরের প্রথম টেস্টে খেলবেন না রোহিত? রাখঢাক না রেখে বড় প্রতিক্রিয়া দিলেন হিটম্যান

২. শ্রীলঙ্কার অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার কাছে হার: শ্রীলঙ্কাও টিম ইন্ডিয়ার চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। শ্রীলঙ্কা দলকে এখন খেলতে হবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। শ্রীলঙ্কা যদি এই দু’টি সিরিজে হেরে যায় তাহলে তারা রেস থেকে ছিটকে যাবে এবং ভারতীয় দল ফাইনালের দৌড়ে থাকবে। এই কারণে শ্রীলঙ্কার হারের জন্যও ভারতকে (India National Cricket Team) প্রার্থনা করতে হবে।

আরও পড়ুন: ফের সবাইকে চমকে দিল ISRO! লাদাখে হল অদ্ভুত কারনামা, জানলে হয়ে যাবেন “থ”

১. অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে ৪-০ ব্যবধানে জয়: ভারতীয় দলকে যদি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে হয়, তবে সবচেয়ে বড় সমীকরণ হল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে টিম ইন্ডিয়ার বড় জয় পাওয়া। ভারতীয় দল অস্ট্রেলিয়াকে তাদের নিজেদের মাঠে ৪-০ ব্যবধানে হারাতে পারলেই ফাইনালে উঠবে তারা। তবে নিজেদের ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে চার টেস্টে হারানো এত সহজ হবে না। বিশেষ করে টিম ইন্ডিয়ার (India National Cricket Team) বর্তমান ফর্ম বিবেচনা করলে এটা আরও কঠিন হিসেবে বিবেচিত হচ্ছে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর