বাংলা হান্ট ডেস্ক: ক্ষণে ক্ষণে আবহাওয়ার মুড সুইং। দু’দিন আগেই আলিপুর আবহাওয়া দপ্তর (Alipore Weather Office) জানিয়েছিল, চলতি সপ্তাহেই ২-৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামার সম্ভাবনা রয়েছে উত্তর, দক্ষিণ দুই বঙ্গেই। তবে এরই মাঝে বদলে গেল পূর্বাভাস। আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গে (South Bengal Weather) তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। উত্তরেও একই পরিস্থিতি।
সকালের দিকে হালকা কুয়াশা থাকছে। শিরশিরানিও অনুভব হচ্ছে তবে বেলা বাড়তেই বাড়ছে অস্বস্তি। সোমবার শহরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে যা ২.৬ ডিগ্রি বেশি। আবহাওয়া অফিস (Weather Department) জানাচ্ছে, আজ বা আগামীকাল বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। তবে মঙ্গলবার থেকে ফের একবার বৃষ্টি দেখা দিতে পারে।
মঙ্গলবার ও বুধবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দপ্তর জানাচ্ছে শুষ্ক পশ্চিমী বাতাস ও উপকূলীয় আর্দ্রতা-বোঝাই বাতাসের সংমিশ্রণের ফলেই বৃষ্টির সম্ভাবনা। তবে তাছাড়া দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্র আগামী কয়েক দিন শুকনো আবহাওয়া থাকবে বলে জানাচ্ছে হাওয়া অফিস।
আগামী কয়েকদিন কলকাতার (Kolkata) সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০-৩১ ডিগ্রির সেলসিয়াসের আশেপাশে। এদিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৪-২৫ ডিগ্রির ঘরে। চলতি সপ্তাহে সেভাবে শীতের আমেজ নেওয়ার সুযোগ হবে না। আগামী সপ্তাহ থেকে আবহাওয়া বদলের সম্ভাবনা। যেখানে প্রতিবার অক্টোবর থেকেই শীত পড়া শুরু হয়ে যায় সেখানে এবার দক্ষিণবঙ্গে নভেম্বরে এসেও দেখা মিললো না শীতের।
আরও পড়ুন: চা খাওয়ার ‘চরম’ পরিণতি! অনুব্রত জেল থেকে ফিরতেই যা হল… ভয়ে কাঁপছে সকলে
উত্তরবঙ্গেও (North Bengal Weather) আগামী কয়েকদিন তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। পাশাপাশি থাকছে বৃষ্টির সম্ভাবনাও। সোমবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে হালকা বৃষ্টির সম্ভাবনা। এরপর মঙ্গল ও বুধবার উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টি হবে। বৃহস্পতিবার থেকে বৃষ্টি কমবে উত্তরবঙ্গে।