বাংলা হান্ট ডেস্কঃ গত ৯ আগস্ট তোলপাড় হয়ে গিয়েছে তাঁদের জীবন। একমাত্র মেয়েকে হারানোর যন্ত্রণা এখনও টাটকা। এবার আরজি করের নির্যাতিতার মা-বাবার সঙ্গে দেখা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেখান থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বেশ কিছু কথা বলেন তিনি।
তিলোত্তমার মা-বাবার সঙ্গে দেখা করার পর কী বললেন শুভেন্দু (Suvendu Adhikari)?
রবিবার রাতে আরজি করের (RG Kar Case) নির্যাতিতার মা-বাবার সঙ্গে দেখা করে বেরিয়ে নন্দীগ্রামের বিজেপি বিধায়ক বলেন, ‘আমরা একসঙ্গে জাস্টিসের পক্ষে লড়ব। আর যারা তথ্যপ্রমাণ লোপাট করেছেন, যারা জাস্টিস দিতে চাইছেন না, যারা ধর্ষকদের আড়াল করছেন, তাঁদের বিরুদ্ধেও আমাদের আইনি পথে এবং সড়কে রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া লড়াই হবে’।
শুভেন্দু (Suvendu Adhikari) জানান, তিলোত্তমার মা-বাবা তাঁকে দু’টো জিনিস বলেছেন। সেই দুই জায়গা থেকে সরবেন না বলে জানিয়েছেন আরজি করের নির্যাতিতার মা-বাবা। রাজ্যের বিরোধী দলনেতা বলেন, ‘এক, সংগঠিত ধর্ষণ। এর সঙ্গে যারা যুক্ত, প্রমাণ লোপাটের সঙ্গে যারা যুক্ত, তাঁদের কঠিনতম শাস্তি। দ্বিতীয়, এটা সরকারি ধর্ষণ, হত্যা, প্রমাণ লোপাট। তাই সরকারেরও যাতে প্রকৃত বিচার হয়, আইনের দরবারে এবং জনগণের আদালতে, সেটাও ওনারা চান’।
আরও পড়ুনঃ পেনশনভোগীদের জন্য সুখবর! হুড়মুড়িয়ে বাড়বে অ্যাকাউন্ট ব্যালেন্স! জারি নয়া নির্দেশিকা
উল্লেখ্য, গত ৯ আগস্ট আরজি কর হাসপাতালের চারতলার সেমিনার রুম থেকে উদ্ধার হয়েছিল মহিলা চিকিৎসকের মৃতদেহ। এই ঘটনা ঘটেছে দেখতে দেখতে তিন মাস হতে চলল। বর্তমানে এই মামলার তদন্ত করছে সিবিআই (CBI)। ডাক্তার ধর্ষণ খুনের এই ঘটনায় ইতিমধ্যেই চার্জশিট পেশ করেছে কেন্দ্রীয় এজেন্সি। সেখানে ধর্ষক ও খুনি হিসেবে ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের উল্লেখ রয়েছে বলে খবর।
সঞ্জয়ের পাশাপাশি, আরজি কর ধর্ষণ হত্যাকাণ্ডে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকেও গ্রেফতার করেছে তদন্তকারী সংস্থা। প্রমাণ লোপাটের অভিযোগে তাঁদের গ্রেফতার করা হয়েছে। সিবিআই তদন্তে এবার এই মামলায় নয়া কোন তথ্য সামনে আসে সেটাই দেখার।