বাংলা হান্ট ডেস্ক: নভেম্বর শুরু হয়ে গিয়েছে চারদিন হল। তবে এখনও শীতের দেখা নেই। এদিকে ফের একবার দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর (Alipore Weather Office)। তাহলে কি হিমেল আমেজ আসতে আরও দেরি? কবে জাঁকিয়ে পড়বে শীত? রইল আবহাওয়ার আগাম খবর।
আবহাওয়া দপ্তর জানাচ্ছে, মঙ্গলবার ও বুধবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দপ্তর জানাচ্ছে শুষ্ক পশ্চিমী বাতাস ও উপকূলীয় আর্দ্রতা-বোঝাই বাতাসের সংমিশ্রণের ফলেই বৃষ্টির সম্ভাবনা। তবে কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় শুষ্ক থাকবে আবহাওয়া। বৃষ্টির সম্ভাবনা নেই।
আবহাওয়া অফিস সূত্রে খবর, এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে যা ২.৬ ডিগ্রি বেশি। আগামী কয়েকদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলির সর্বোচ্চ বা সর্বনিম্ন তাপমাত্রা খুব একটা হেরফের হবে না বলেই জানিয়েছে হাওয়া অফিস। অর্থাৎ শীত পড়তে এখনও কিছুটা দেরি।
আগামী কয়েকদিন কলকাতার (Kolkata) সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০-৩১ ডিগ্রির সেলসিয়াসের আশেপাশে। এদিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৪-২৫ ডিগ্রির ঘরে। মঙ্গলবার থেকে দুদিন দক্ষিণবঙ্গের কয়েক জেলায় বৃষ্টি হলেও হালকা থেকে মাঝারিই বৃষ্টির সম্ভাবনা। ভারী বর্ষণের কোনো সম্ভাবনা নেই। তারপর ৮ তারিখ থেকে ১০ নভেম্বর পর্যন্ত বৃষ্টি হবে না দক্ষিণবঙ্গের কোনও জেলায়।
আরও পড়ুন: ‘৪ সপ্তাহের মধ্যে..,’ রাজ্যের মুখ্যসচিবকে বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট
সোমবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে হালকা বৃষ্টির সম্ভাবনা। এরপর মঙ্গল ও বুধবার উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টি হবে। হালকা থেকে সামান্য বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার থেকে বৃষ্টি কমবে উত্তরবঙ্গে। আপাতত উত্তরবঙ্গের (North Bengal Weather) জেলাগুলিতেও তাপমাত্রার খুব একটা হেরফের হবে না।