আরো বিপাকে কানাডা প্রশাসন, হিন্দু মন্দিরে হামলার ঘটনায় মোদীর টুইট, করলেন বিষ্ফোরক দাবি!

বাংলাহান্ট ডেস্ক : কানাডার (Canada) হিন্দু মন্দিরে খলিস্তানি সমর্থকদের হামলার বিরোধিতায় আরো কড়া হল ভারত। মন্দিরের বাইরে ভারতীয় দূতাবাসের একটি শিবিরেও হামলা চালানো হয় বলে খবর। এ বিষয়ে ইতিমধ্যেই তীব্র নিন্দা করেছে নয়া দিল্লি। এবার মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হিন্দু মন্দিরে হামলা ‘ইচ্ছাকৃত’ বলে উল্লেখ করে কানাডা (Canada) প্রশাসনকে কড়া বার্তা দিলেন মোদী।

কানাডার (Canada) হিন্দু মন্দিরে খলিস্তানি হামলা

রবিবার কানাডার (Canada) ব্রাম্পটনে হিন্দু সভা মন্দিরে পুজো দিতে আসা ভক্তদের উপরে হামলা চালানোর অভিযোগ ওঠে কয়েকজন খলিস্তানি সমর্থকদের বিরুদ্ধে। যেমনটা জানা গিয়েছে, ভারতে ১৯৮৪-র শিখ বিরোধী হিংসার ঘটনার প্রতিবাদে ওই মন্দিরের সামনে অবস্থান করছিলেন তারা। হিন্দু মন্দিরে পুজো দিতে আসা ভক্তদের উপরে লাঠি নিয়ে আক্রমণের অভিযোগ ওঠে খলিস্তানপন্থীদের বিরুদ্ধে।

আরো পড়ুন : ‘রানীমা’র প্রত্যাবর্তন, লম্বা বিরতি শেষে নতুন সিরিয়ালে দিতিপ্রিয়া! কোন চ্যানেলে জানেন?

চাপ বাড়ল কানাডা সরকারের

শুধু হিন্দু মন্দিরে নয়, তার বাইরে ভারতীয় উপদূতাবাসের শিবিরেও ওঠে খলিস্তানি হামলার অভিযোগ। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় চরমে ওঠে নিন্দা। অবস্থা বেগতিক দেখে সরব হন কানাডার (Canada) প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোও। হিংসার ঘটনার নিন্দা করে তিনি লেখেন, কানাডায় প্রতিটি মানুষের নিরাপদে এবং অবাধে নিজস্ব ধর্মাচরণ করার স্বাধীনতা রয়েছে। কিন্তু এবার প্রধানমন্ত্রী মোদীর টুইটে অস্বস্তি আরো বাড়ল কানাডা সরকারের।

আরো পড়ুন : বলিউডি কায়দায় সন্তানের নাম প্রকাশ, কাঞ্চন-শ্রীময়ী কন্যা ‘কৃষভি’র নামের অর্থ জানেন?

টুইটে কী লিখলেন নরেন্দ্র মোদী?

টুইটে নরেন্দ্র মোদী লিখেছেন, ‘কানাডায় একটি হিন্দু মন্দিরে ইচ্ছাকৃত হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। আমাদের কূটনীতিকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার কাপুরুষোচিত চেষ্টাও একই রকম ভয়াবহ। এই হিংসার ঘটনাগুলি কখনোই ভারতের সঙ্কল্পকে দুর্বল করে দিতে পারবে না। আশা করি কানাডা সরকার সঠিক বিচার দিতে এবং আইনের শাসন বজায় রাখতে সক্ষম হবে’।

Canada

খলিস্তানি বিতর্ক নিয়ে এর আগেও ভারতের দিকে আঙুল তুলেছে কানাডা (Canada)। মূলত খলিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জরের হত্যাকাণ্ডে ভারতের হাত রয়েছে বলে ট্রুডোর অভিযোগের পর থেকেই দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি হতে থাকে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে কানাডার মন্ত্রীর মন্তব্যে আঁচ বাড়ে বিতর্কের। এর মাঝেই এই হামলার ঘটনা ভারত কানাডার সম্পর্কে কী প্রভাব ফেলতে পারে সেই দিকেই নজর রেখেছে কূটনীতিকরা।

 


Niranjana Nag
Niranjana Nag

সম্পর্কিত খবর