বাংলা হান্ট ডেস্ক : কানাডার হিন্দু মন্দিরে খালিস্তানি জঙ্গিদের হামলার ঘটনায় ইতিমধ্যেই নিন্দায় সারব হয়েছে গোটা বিশ্ব। মন্দিরের হিন্দু ভক্তদের মারধর করার পাশাপাশি এদিন ব্যাপক তাণ্ডব চালিয়েছে হলুদ পতাকা ধারি জঙ্গিরা। এবার এই ঘটনায় মুখ খুললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। কানাডার হিন্দু মন্দিরে এই হামলার ঘটনাকে ‘কাপুরোষচিত’ হামলা বলে কড়া ভাষায় নিন্দা সরাব হয়েছেন নমো (Narendra Modi)।
কানাডার হিন্দু মন্দিরে হামলার নিন্দায় সরব নরেন্দ্র মোদি (Narendra Modi)
পাশাপাশি এদিন তিনি সরাসরি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সরকারের নাম উল্লেখ করেই দিয়েছেন কড়া হুঁশিয়ারি। এদিন নরেন্দ্র মোদি (Narendra Modi) জানিয়ে দিয়েছেন এইভাবে ভারতীয়দের দৃঢ় মানসিক আস্থাকে কোনভাবেই টলানো যাবে না। পাশাপাশি কানাডায় আইন-শাসন কায়েম করার কথা জানিয়েও দেশের প্রধানমন্ত্রী কে কড়া বার্তা দিয়েছেন নমো।
রবিবার কানাডার অন্টারিওর ব্র্যাম্পটন (গ্রেটার অন্টারিও এলাকা) হিন্দু মন্দিরে হামলার অভিযোগ ওঠে খলিস্তানিদের বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে জঙ্গিদের তাণ্ডবের সেই ভিডিও (এই ভিডিওর সত্যতা যাচাই করেনি বাংলা হান্ট)। সেখানে দেখা যাচ্ছে মন্দিরে আসা ভক্তদের বেধড়ক মারধর করছে হলুদ পতাকাধারী জঙ্গিরা। খলিস্তানিরা দর্শনার্থীদের পতাকার লাঠি দিয়েই বেধড়ক মারতে শুরু করে। রক্ষা পায়নি মহিলা থেকে শিশুরা। স্থানীয়দের দাবি পুলিশ ঘটনা স্থলে থাকলেও তারা কেউ হামলা কারীদের বাধা দেয়নি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই হামলার ঘটনা প্রসঙ্গে সরাসরি কানাডার সরকারের উদ্দেশ্যে, নিজের এক্স হ্যান্ডেল থেকে লিখেছেন, ‘কানাডায় হিন্দু মন্দিরে ইচ্ছাকৃত ভাবে এই হামলার তীব্র ভাষায় নিন্দা জানাচ্ছি আমি। আমাদের কূটনীতিকদের যেভাবে কাপুরুষোচিত ভাবে ভয় দেখানো হয়েছে, তাতেও আমি হতবাক। এই ধরনের হিংসার ঘটনা কখনও ভারতের দৃঢ় সংকল্পকে টলাতে পারে না। আমরা আশা করছি, কানাডা সরকার এর বিচার করবে এবং আইনের শাসন বজায় রাখবে।’
ব্র্যাম্পটনের হিন্দু মন্দিরে হামলার ঘটনার নিন্দায় সরব হয়েছেন সেদেশের প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এপ্রসঙ্গে একটি সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি লিখেছেন, ‘ব্র্যাম্পটনের হিন্দু সভা মন্দিরে যে হিংসাত্মক ঘটনা ঘটেছে, তা গ্রহণযোগ্য নয়। সব কানানিয়ান নাগরিকেরই স্বাধীন ভাবে এবং নিরাপদে নিজের ধর্ম পালনের অধিকার আছে। আমি পিল রিজিওনাল পুলিশকে ধন্যবাদ জানাতে চাই। তারা খুব দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে এবং ঘটনার তদন্ত করছে।’