জমি কেলেঙ্কারিতে নাম জড়াল কর্নাটকের মুখ্যমন্ত্রীর! বেকায়দায় কংগ্রেস

বাংলা হান্ট ডেস্ক : জমি কেলেঙ্কারির মামলায় এবার নাম জড়ালো খোদ রাজ্যের মুখ্যমন্ত্রীর। তিনি হলেন কর্নাটকের কংগ্রেস (Congress) মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার। আর এতেই বেজায় অস্বস্তিতে পড়েছেন কংগ্রেস দল (Congress)। মাইসুরু নগরোন্নয়ন বিভাগের (MUDA) জমি কেলেঙ্কারি মামলায় তাঁকে তলব করেছে লোকায়ুক্ত পুলিশ। আগামী ৬ নভেম্বর তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে।

সিদ্দারামাইয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অস্বস্তিতে কংগ্রেস (Congress)

এই জমি কেলেঙ্কারি মামলায় মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া মাইয়া ছাড়াও নাম জড়িয়েছে তাঁর স্ত্রী সহ গোটা পরিবারের। এই দুর্নীতির সাথে নাম জড়িয়েছে মুখ্যমন্ত্রীর স্ত্রী ও শ্যালকের-ও। তারা নাকি মাইসুরু নগরোন্নয়ন মন্ত্রকের জমি বেআইনিভাবে দখল করে তা বিলি করেছেন। এই অভিযোগে ইতিমধ্যেই সিদ্দারামাইয়ার স্ত্রী পার্বতী বিএম-কে জিজ্ঞাসাবাদ করেছে লোকায়ুক্ত পুলিশ।

এক সমাজকর্মীর অভিযোগ করে এই দুর্নীতির চক্করে রাজ্যের মোট ৪৫ কোটি টাকার রাজস্ব ক্ষতি হয়ে গিয়েছে। এবার দুর্নীতির মামলায় কাঠগড়ায় উঠেছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী। যা দেখে তাজ্জব বনে গিয়েছেন সকলে। অন্যদিকে আদালতের তরফে নির্দেশ দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করার জন্য লোকায়ুক্তকে নির্দেশ দেওয়ার অধিকার রয়েছে রাজ্যপালের।

আরও পড়ুন : কানাডার হিন্দু মন্দিরে হামলার জবাব দিলেন নমো! জাস্টিন ট্রুডোকে হুঁশিয়ারি মোদির

তারপরেই রাজ্যপাল থাওয়ার চাঁদ গেহলত মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছেন। রাজ্যপালের নির্দেশে ইতিমোধ্যেই মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করার  নির্দেশ দিয়েছে লোকায়ুক্ত পুলিশ। সেইমতোই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফ আই আর দায়ের করা হয়েছে।

muda

অন্যদিকে সামনেই রয়েছে ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্রের নির্বাচন। এরই মধ্যে কর্নাটকের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ ওঠায় চাপে পড়েছে কংগ্রেস।  প্রসঙ্গত অক্টোবর মাসের শুরুতে এই মামলায় যখন ইডি অভিযান চালিয়েছিল সে সময় মুদার  অফিস সহ একাধিক জায়গায় তল্লাশি চালানো হয়েছিল। এছাড়া তখনই কয়েকজন আধিকারিককেও জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তবে জানা যাচ্ছে ইতিমধ্যেই মুদার জমি ফিরিয়ে দিতে রাজি হয়েছেন মুখ্যমন্ত্রীর স্ত্রী। আর সেই প্রস্তাব গ্রহণ করে নিয়েছে মুদা।

ad

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর