যুদ্ধের জন্য সেপারেশন! ৫০ বছর পর প্রথম প্রেমের সঙ্গে ফের সাক্ষাৎ, চমকে দেবে Ratan Tata’র জীবন

বাংলাহান্ট ডেস্ক : ভারতের শিল্পজগতে রতন টাটা (Ratan Tata) ছিলেন বট বৃক্ষের মতো। শুধু ব্যবসা নয়, সমাজের বিভিন্ন ক্ষেত্রে রতন টাটার (Ratan Tata) অবদান আজও মনে রেখেছে আপামর ভারতবাসী। তবে রতন টাটার প্রেম জীবন নিয়ে অনেকেই হয়ত বিশেষ কিছু একটা জানেন না।

রতন টাটার (Ratan Tata) অনন্য কাহিনী

রতন টাটা বিয়ে করেননি। তবে তাঁর জীবনে যে একাধিকবার প্রেম এসেছিল সেই কথা তিনি নিজেই স্বীকার করেছিলেন। রতন টাটার জীবনে প্রথম প্রেমের বসন্তের ছোঁয়া লাগে ১৯ বছর বয়সে। ১৯৬০ সাল নাগাদ মার্কিন স্থপতি ফ্রেডরিক আর্লের কন্যা ক্যারোলিন এমমনসের প্রেমে পড়েন রতন টাটা।

Ratan Tata

ফ্রেডরিক আর্লের সাথে পার্টনারশিপে ব্যবসাও ছিল রতন টাটার বাবার। তাঁদের যৌথ সংস্থা  ‘জন্স অ্যান্ড এমস’ বেশ ভালোভাবেই চলছিল তখন। ১৯ বছর বয়সে রতন টাটার দেখা হয় ক্যারলিনের সাথে। আমেরিকায় পড়াশুনা করার সময় রতন ও ক্যারলিন একে অপরের প্রেমে পড়েন। তবে ১৯৬২ সাল নাগাদ খুবই অসুস্থ হয়ে পড়েন রতন টাটার ঠাকুমা।

আরোও পড়ুন : রেশন নিয়ে বিরাট সিদ্ধান্ত সরকারের! কমল চালের পরিমাণ! গম কত পাওয়া যাবে জানেন?

ঠাকুমাকে দেখতে আমেরিকা থেকে রতন টাটা ফিরে আসেন ভারতে। তারপরই ক্যারলিনও চেয়েছিলেন ভারতে আসতে। তবে ইন্দো-চায়নার যুদ্ধের কারণে ক্যারলিনের বাবা-মা তাঁকে ভারতে যেতে নিষেধ করে দেন। রতন টাটার জীবনীতে টমাস ম্যাথিউ বলেছেন, যুদ্ধের কারণেই অপূর্ণ থেকে গেছে রতন টাটা ও ক্যারলিনের প্রেম।

Ratan Tata biopic

 

যদিও ক্যারলিন পরবর্তীকালে ওয়েন জোনসকে বিয়ে করেছিলেন। ২০০৬ সালে স্বামীহারা হন ক্যারলিন।স্বামীর মৃত্যুর পর একটি সিনেমা দেখে অনুপ্রাণিত হয়ে ক্যারলিনের মনে পড়ে যায় রতন টাটার (Ratan Tata) কথা। তারপর ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ করেন প্রাক্তনের সাথে। 

আরোও পড়ুন : নয়া আকর্ষণীয় অফার নিয়ে উপস্থিত TreasureNFT; Blind Box Airdrop-এ মিলবে হাজার হাজার টাকা

এমনকি তারপর রতন টাটার সাথে দেখা করার জন্য ভারতেও আসেন ক্যারলিন। টমাস ম্যাথিউ তাঁর বইয়ে উল্লেখ করেছেন, মাঝেমধ্যেই রতন টাটার (Ratan Tata) সাথে দেখা করতে ভারতে আসতেন ক্যারলিন। এমনকি ২০২১ সালে টাটা যখন আমেরিকা যান তখনো সাক্ষাৎ হয়েছিল রতন ও ক্যারলিনের।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর