বাংলা হান্ট ডেস্কঃ গ্রীষ্ম, বর্ষা শেষে শীতের অপেক্ষায় হাপিত্যেশ করে বসে রয়েছে বাঙালি। নভেম্বরের ৫ দিন কেটে গেলেও ঠাণ্ডার ‘সেই’ আমেজ এখনও অনুভূত হয়নি। এই আবহে এবার বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর (South Bengal Weather)। ফের দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বর্ষণ হতে পারে বলে জানানো হল (Weather Update)।
দক্ষিণবঙ্গের (South Bengal Weather) কোন কোন জেলায় বৃষ্টি?
দুর্গাপুজোয় দু এক পশলা বৃষ্টি হলেও, কালীপুজো-ভাইফোঁটার সময় দক্ষিণবঙ্গ (South Bengal) মোটের ওপর শুষ্কই ছিল। তবে এবার ফের বর্ষণের পূর্বাভাস শোনালো আবহাওয়া দফতর। আগামীকাল তথা বুধবার উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা এবং পূর্ব মেদিনীপুরের কোনও কোনও জায়গায় অল্প বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।
সেই সঙ্গেই আগামী ৫ দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সেই বিষয়েও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। বলা হয়েছে, এই কয়েকটা দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রায় বিশেষ হেরফের হওয়ার সম্ভাবনা নেই। একইরকমভাবে উত্তরবঙ্গের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রাও মোটামুটি একই থাকবে বলে জানানো হয়েছে।
আরও পড়ুনঃ ২ বছর ধরে জেলবন্দি! নিয়োগ দুর্নীতি মামলায় আবার জামিনের আর্জি পার্থর! শুনানি কবে?
হাওয়া অফিস জানাচ্ছে, আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গের কয়েকটি জেলার কিছু কিছু অংশে দু এক পশলা বৃষ্টি হলেও ভারী বর্ষণের (Rainfall Alert) তেমন সম্ভাবনা নেই। এরপর ফের আগামী ৮ নভেম্বর থেকে ১০ নভেম্বর অবধি শুষ্ক থাকবে দক্ষিণবঙ্গ। সেই সময় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে আপাতত জানানো হয়েছে।
এদিকে উত্তর-দক্ষিণের আবহাওয়ার (South Bengal Weather) পূর্বাভাস দেওয়ার পাশাপাশি শীত নিয়েও আপডেট দিয়েছে আবহাওয়া দফতর। শীত কবে পড়বে এই নিয়ে এখনও পরিষ্কারভাবে কিছু জানানো হয়নি। তবে হাওয়া অফিস জানাচ্ছে, আগামী ২৫ নভেম্বর অবধি তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে একটু বেশিই থাকবে। ফলে সেদিন অবধি শীত পড়ার তেমন সম্ভাবনা নেই বলে মনে করা হচ্ছে। হাওয়া অফিসের পূর্বাভাস থেকে অনেকের অনুমান, নভেম্বর মাসের শেষ অথবা ডিসেম্বর মাসের শুরু থেকে শীত অনুভূত হতে পারে।