পাহাড়-জঙ্গলের দুর্গম পরিবেশে কীভাবে বেঁচে থাকা সম্ভব? শিখিয়ে দেবে এই সংস্থা, আপনি রেডি তো ?

বাংলাহান্ট ডেস্ক : ঘুরতে যাওয়ার জন্য আজকাল একাধিক সংস্থা আয়োজন করে থাকে ট্যুর (Tour)। সেই ট্যুর প্যাকেজের মধ্যে অন্তর্ভুক্ত থাকে যাওয়া-আসার ভাড়া, হোটেল খরচ, সাইট সিন ইত্যাদির খরচ। তবে জঙ্গল ও পাহাড়ের দুর্গম পরিবেশের সাথে কীভাবে মানিয়ে নেওয়া যেতে পারে তার প্রশিক্ষণ ভিক্তিক ট্যুর প্যাকেজ নিয়ে হাজির একটি সংস্থা।

চলে এল এক দুর্দান্ত অ্যাডভেঞ্চার ট্যুর (Tour)

পাহাড়ে ঘুরতে যাওয়ার স্বপ্ন থাকে অনেকের। পাহাড়ে ট্রেকিং করার অভিজ্ঞতা নেওয়ার জন্য প্রয়োজন হয় প্রাথমিক প্রশিক্ষণের। এমনকি বাচ্চাদেরও পড়াশুনার পাশাপাশি ক্যাম্পিং, অ্যাডভেঞ্চারের অভিজ্ঞতা দেওয়া প্রয়োজন। রোজকার অনাড়ম্বর জীবনের ক্লান্তি কাটিয়ে অন্যরকম অভিজ্ঞতা সঞ্চয় করার জন্য সামিল হতে পারেন The Plateau সংস্থার সাথে।

আরোও পড়ুন : রোহিত শর্মার পর কে হবেন ভারতের টেস্ট দলের অধিনায়ক? নাম জানলে হয়ে যাবেন “থ”

এই সংস্থা প্রতিকূল পরিস্থিতিতে কীভাবে বেঁচে থাকা যায় তারই প্রশিক্ষণ ভিক্তিক ট্যুর প্রোগ্রাম আয়োজন করে থাকে। বেসিক ও এডভ্যান্স দুই ধরনের কোর্স প্রদান করছে The Plateau। কোর্সের মধ্যে শেখানো হবে নেভিগেশন, শেল্টার মেকিং, খাদ্য অনুসন্ধানের মতো বিষয়গুলি। আগামী ২২-২৪ নভেম্বর The Plateau নিয়ে এসেছে আদ্রা টু আদ্রা প্যাকেজ।

Tour

জঙ্গলের মধ্যে ২৪ ঘণ্টা কাটানোর পাশাপশি দেওয়া হবে একাধিক রোমাঞ্চকর প্রশিক্ষণ। যার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে ক্যাম্পেইন প্ল্যানিং, শেল্টার তৈরি, জঙ্গলের মধ্যে খাবার অনুসন্ধান, ম্যাপ বোঝা ও নেভিগেশন ইত্যাদি। জনপ্রতি এই ট্যুরের খরচ পড়ছে মাত্র ৩০০০ টাকা। বুকিংয়ের জন্য ফোন করতে পারেন এই নম্বরে – 70034 99742। ফেসবুকেও এই সংস্থার পেজে https://www.facebook.com/theplateautrip?mibextid=ZbWKwL গিয়েও জানতে পারেন বিস্তারিত।

• এই প্রতিবেদনে দেওয়া তথ্য সংস্থার ফেসবুক পেজ থেকে সংগৃহীত। কোনও রকম আর্থিক লেনদেনের আগে ভালোভাবে অনুসন্ধান করে নেবেন।

ad

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর