বাংলা হান্ট ডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) একসময় ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী। তাই গুজরাটকে নিয়ে অনেক স্বপ্ন রয়েছে তাঁর। আগামী দিনে গুজরাটের ওপর দিয়েই বুলেট ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে নমোর (Narendra Modi)। কিন্তু সেই ট্রেন চালু হওয়ার আগেই এবার গুজরাটের আনন্দে ভেঙে পরল বুলেট ট্রেন চালানোর নির্মীয়মান সেতু।
গুজরাটে ব্রিজ ভাঙতেই মোদিকে (Narendra Modi) কটাক্ষ দেবাংশুর
মঙ্গলবার সন্ধ্যায় গুজরাটের আনন্দে এই নির্মীয়মান সেতু ভেঙে পড়তেই ২০১৬ সালে কলকাতার বুকে ঘটে যাওয়া মর্মান্তিক পোস্তা ব্রিজ ভেঙে পড়ার প্রসঙ্গ টেনে আনল বাংলার শাসক দল তৃণমূল। সেই পোস্তা ব্রিজের দুর্ঘটনার কথা স্মরণ করিয়ে দিয়েই এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) আক্রমণ শানালেন তৃণমূলের দেবাংশু।
এদিন গুজরাটের সেতু ভেঙে পড়ার ঘটনা প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া জানাতে গিয়ে দেবাংশু লিখেছেন, ‘গুজরাটের আনন্দে ভেঙ্গে পড়ল বুলেট ট্রেনের জন্য নির্মীয়মান সেতু। বহু লোকের চাপা পড়ার আশঙ্কা।’ এরপরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে খোঁচা দিয়ে দেবাংশুর মন্তব্য, ‘২০১৬ সালে কলকাতার পোস্তায় যখন উড়ালপুল ভেঙে পড়েছিল, নরেন্দ্র মোদী নির্বাচনী সভা করতে এসে বলেছিলেন, “এটা অ্যাক্ট অফ গড নয়। অ্যাক্ট অফ ফ্রড..” আজও একই কথা বলবেন তো প্রধানমন্ত্রী?’
আরও পড়ুন : চাল-গম কিনতেই রোজগার শেষ! আমজনতার জন্য এবার বিরাট ঘোষণা কেন্দ্রের
কলকাতার পোস্তা আর গুজরাটের আনন্দ এই দুই ক্ষেত্রেই ব্রিজ ভেঙে পড়ার এই ঘটনার মধ্যে মিল খুঁজে বার করে এদিন দেবাংশু নরেন্দ্র মোদিকে আক্রমণ শান্তেই সোশ্যাল মিডিয়ায় এক নেটিজেন তাঁর উদ্দেশ্যেই পাল্টা লিখেছেন, ‘নিজেদের ভুলগুলো অন্য কোথাও দেখতে পেলে খুব খুশি হয়ে যান তাই না! এত লোক চাপা পড়ল সেটা না দেখে কবে মোদী এসে আপনাদের দিদিকে কী বলেছিল সেটা মনে করাতে উঠে পড়ে লাগলেন। আগে মানুষগুলোর জন্য় একটা দুটো শব্দ তো খরচ করুন।’
গুজরাটের আনন্দে ভেঙ্গে পড়ল বুলেট ট্রেনের জন্য নির্মীয়মান সেতু। বহু লোকের চাপা পড়ার আশঙ্কা।
২০১৬ সালে কলকাতার পোস্তায় যখন উড়ালপুল ভেঙে পড়েছিল নরেন্দ্র মোদী নির্বাচনী সভা করতে এসে বলেছিলেন, "এটা অ্যাক্ট অফ গড নয়। অ্যাক্ট অফ ফ্রড.."..
আজও একই কথা বলবেন তো প্রধানমন্ত্রী?
— Debangshu Bhattacharya Dev (@ItsYourDev) November 5, 2024
কী হয়েছে গুজরাটের আনন্দে?
গুজরাটের এই দুর্ঘটনা প্রসঙ্গে সংবাদ সংস্থা এএনআই-কে সংশ্লিষ্ট এনএইচএসআরসিএল আধিকারিক জানিয়েছেন, ‘মাহি নদীর তীরে নির্মাণকাজ চলছিল। সেখানে বুলেট ট্রেন প্রকল্পের নির্মাণকাজ চলছে। মঙ্গলবার সন্ধ্যায় ভেঙে পড়া কংক্রিটের ব্লকের মধ্যেই তিনজন শ্রমিক আটকে পড়েন। ইতিমধ্যেই একজন শ্রমিককে উদ্ধার করা হয়েছে। তাঁকে সঙ্গে সঙ্গে হাসপাতালও নিয়ে যাওয়া হয়েছে।’