বাংলা হান্ট ডেস্কঃ গোপন ডেরায় লুকিয়ে থেকেও কাজ হল না! কোমরে দড়ি পরিয়ে তৃণমূল (Trinamool Congress) নেতাকে তুলে নিয়ে গেল কেন্দ্রীয় এজেন্সি এনআইএ। মঙ্গলবার রাত ৮টা নাগাদ শাসকদলের ওই নেতাকে গ্রেফতার করা হয়। গোপন সূত্রে এমনটাই জানা গিয়েছে। ময়নায় বিজেপি নেতা খুনের মামলা সূত্রে তাঁকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
পলাতক ছিলেন ধৃত তৃণমূল (Trinamool Congress) নেতা
২০২৩ সালের মে মাসে ময়নায় বিজেপির বুথ সভাপতি বিজয় কৃষ্ণ ভুঁইয়ার হত্যা হয়। পরিবারের অভিযোগ ছিল, এই খুনের নেপথ্যে ষড়যন্ত্র থাকতে পারে। জল গড়ায় কলকাতা হাইকোর্ট অবধি। এরপর আদালতের তরফ থেকে কেন্দ্রীয় এজেন্সি এনআইএ-র (NIA) হাতে মামলার তদন্তভার তুলে দেওয়া হয়।
এদিকে ময়নায় বিজেপি নেতাকে খুনের অভিযোগে নাম জড়ায় তৃণমূল (Trinamool Congress) নেতা নবকুমার মণ্ডলের। সেই মামলার তদন্তে অসহযোগিতার অভিযোগও ওঠে তাঁর বিরুদ্ধে। গতকাল রাতে এই পলাতক তৃণমূল নেতাকেই গ্রেফতার করল কেন্দ্রীয় এজেন্সি।
গতকাল রাত ৮টা নাগাদ গোড়ামহল গ্রাম থেকে নবকুমার নামের ওই তৃণমূল (TMC) নেতাকে গ্রেফতার করা হয়। গোপন সূত্র মারফৎ এমনটাই জানা গিয়েছে। তাঁর স্বাস্থ্য পরীক্ষা করার পর এনআইএ বিশেষ আদালতে তোলা হবে বলে খবর।
আরও পড়ুনঃ অপেক্ষাই সার! ফের পিছিয়ে গেল আরজি কর মামলার সুপ্রিম শুনানি! কবে হবে?
নবকুমার মণ্ডলকে গ্রেফতার প্রসঙ্গে বাকচা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সেনজিৎ ভৌমিক বলেন, ‘কেন্দ্রীয় এজেন্সি ওনাকে গ্রেফতার করেছে। বিজয় কৃষ্ণবাবুর খুনের ঘটনায় যাদের যাদের নোটিশ পাঠানো হয়েছিল, তাঁদের অনেকেই হাজিরা দিয়ে গিয়েছেন। অনেকেই আবার যাননি। এবার তাঁদের খুঁজে বের করছে কেন্দ্রীয় এজেন্সি’।
উল্লেখ্য, গত বছর ১ মে বিজেপির বুথ সভাপতি বিজয় কৃষ্ণ ভুঁইয়া খুন হন। বাড়ির কাছ থেকে তাঁকে অপহরণ করে হত্যার অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) নেতা-কর্মীদের বিরুদ্ধে। প্রয়াত বিজেপি নেতার স্ত্রী বাকচা অঞ্চল তৃণমূল সভাপতি মনোরঞ্জন হাজরা সহ মোট ৩৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এরপর পুলিশ ৯ জন অভিযুক্তকে গ্রেফতার করে। তবে চার্জশিটে অভিযুক্তদের মধ্যে কয়েকজনের নাম বাদ দেওয়ার অভিযোগ ওঠে। এতে আদালতে বেশ কয়েকজন জামিন পেয়ে যান। এরপরেই কেন্দ্রীয় এজেন্সির হাতে মামলার তদন্তভার তুলে দেওয়ার আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয় বিজয় কৃষ্ণের পরিবার। চলতি বছর এপ্রিল মাসে এনআইএ-র হাতে তদন্তভার তুলে দেয় আদালত।