অযৌক্তিক-অনভিপ্রেত! অবসরের আগে চন্দ্রচূড়ের মন্তব্যের সমালোচনায় সরব ২ সহ বিচারপতি

বাংলা হান্ট ডেস্কঃ আর মাত্র হাতেগোনা কয়েকটা দিন। শীঘ্রই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পদ থেকে অবসর গ্রহণ করবেন ডি ওয়াই চন্দ্রচূড় (CJI DY Chandrachud)। তবে তার আগে তাঁর একটি মন্তব্যের পরোক্ষ সমালচনা করলেন সুপ্রিম কোর্টের দু’জন বিচারপতি।

  • বিদায়ী সিজেআইয়ের (CJI DY Chandrachud) মন্তব্যের সমালোচনা ২ সহ বিচারপতির!

মঙ্গলবার একটি মামলার রায় লেখার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের (Supreme Court) বিদায়ী প্রধান বিচারপতি প্রয়াত বিচারপতি কৃষ্ণ আইয়ার সম্পর্কে কিছু মন্তব্য করেন। সেই মন্তব্যেই আপত্তি রয়েছে বিচারপতি বিভি নাগরত্ন ও বিচারপতি সুধাংশু ধুলিয়ার। সেই প্রেক্ষিতেই পরোক্ষভাবে সিজেআই চন্দ্রচূড়ের মন্তব্যের সমালোচনা করেন তাঁরা।

এদিন সংবিধানের ৩৯বি ধারা সংক্রান্ত একটি মামলায় প্রয়াত বিচারপতি কৃষ্ণ আইয়ার সম্বন্ধে কিছু মন্তব্য লেখেন প্রধান বিচারপতি চন্দ্রচূড় (CJI DY Chandrachud)। বিচারপতি আয়ারের সম্পর্কে তিনি লেখেন, তাঁর পূর্বতন রায় সংবিধানের নমনীয় এবং বিস্তৃত চেতনার ক্ষতিসাধন করেছে। এই নিয়েই পরোক্ষ সমালোচনা করেছেন বিচারপতি বিভি নাগরত্ন এবং বিচারপতি সুধাংশু ধুলিয়া।

আরও পড়ুনঃ চরম বিপাকে মিঠুন চক্রবর্তী! মহাগুরুর বিরুদ্ধে থানায় দায়ের FIR, কী অভিযোগ উঠল?

বিচারপতি নাগরত্ন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির মন্তব্যকে অযৌক্তিক ও অনভিপ্রেত বলেছেন। অন্যদিকে বিচারপতি ধুলিয়া প্রয়াত বিচারপতি কৃষ্ণ আইয়ারের (Justice VR Krishna Iyer) সমালোচনাকে কঠোর এবং এড়িয়ে যাওয়া যেত বলে উল্লেখ করেছেন।

Supreme Court CJI DY Chandrachud

এদিন সংবিধানের ৩৯বি ধারা সংক্রান্ত একটি মামলায় সাংবিধানিক বেঞ্চের সংখ্যাগরিষ্ঠতার রায় লেখার সময় সিজেআই চন্দ্রচূড় প্রয়াত বিচারপতি কৃষ্ণ আইয়ারের কর্ণাটক রাজ্য বনাম রঙ্গনাথ রেড্ডি মামলার (১৯৭৮) পর্যবেক্ষণের রায়ের সঙ্গে সহমত হননি। কারণ বিদায়ী প্রধান বিচারপতি মনে করেছেন, প্রয়াত জাস্টিস কৃষ্ণ আইয়ার এবং জাস্টিস চিনাপ্পা রেড্ডিকে নির্দিষ্ট আর্থিক আদর্শবাদের দ্বারা প্রভাবিত। তাঁর এই দৃষ্টিভঙ্গির সঙ্গে একমত হওয়া তো দূর, বরং বিরোধিতা করেছেন জাস্টিস বিভি নাগরত্ন।

এদিকে বিগত প্রায় ২ বছর ধরে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দায়িত্ব সামলানোর পর, আগামী ১০ নভেম্বর অবসর নেবেন ডি ওয়াই চন্দ্রচূড় (CJI DY Chandrachud)। এরপর এদেশের পরবর্তী প্রধান বিচারপতি হবেন জাস্টিস সঞ্জীব খান্না। তিনি ১১ নভেম্বর দায়িত্ব গ্রহণ করবেন বলে খবর।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর