পরপর তিনবার! ফের পিছোল আরজি কর মামলার সুপ্রিম শুনানি! কী বললেন প্রধান বিচারপতি?

বাংলা হান্ট ডেস্কঃ মঙ্গলবারের পর বুধবার। ফের সুপ্রিম কোর্টে (Supreme Court) পিছিয়ে গেল আরজি কর মামলার শুনানি। এই নিয়ে দু’দিনে মোট তিনবার এই মামলার শুনানি পিছোল। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় জানান, আজ সন্ধ্যায় তাঁকে একটি অনুষ্ঠানে যোগ দিতে হবে। সেই কারণে আজ আর এই মামলা শোনা হবে না।

  • আরজি কর মামলার সুপ্রিম শুনানি (Supreme Court) কবে?

মঙ্গলবার বিকেলে শীর্ষ আদালতে আরজি কর মামলার (RG Kar Case) শুনানি হওয়ার কথা ছিল। তবে তা পিছিয়ে যায়। বলা হয়, বুধবার সকালে এই মামলা শুনবে প্রধান বিচারপতির বেঞ্চ। আজ সকালে ফের এই মামলার শুনানি পিছিয়ে বিকেলে করা হয়। বিকেল ৩টে থেকে মামলার শুনানি শুরু হওয়ার কথা ছিল। তবে ৪টে নাগাদ দেখা যায়, এই মামলা না শুনেই বেঞ্চ উঠে গিয়েছে। সিজেআই চন্দ্রচূড় জানান, বৃহস্পতিবার এই মামলার শুনানি হবে।

আরজি কর মামলায় রাজ্যের আইনজীবী কপিল সিব্বল। এদিন বিকেলে এই মামলার শুনানি হবে না শুনে তিনি আগামী সপ্তাহে এই মামলার তারিখ চান। অন্যদিকে জনস্বার্থ মামলাকারীর আইনজীবী ফিরোজ এডুলজি বলেন, এই মামলায় কেন্দ্রীয় এজেন্সি সিবিআইয়ের তদন্ত নিয়ে প্রশ্ন রয়েছে। তবে আজ এই মামলার কোনও অংশই শীর্ষ আদালত (Supreme Court) শুনতে চায়নি।

আরও পড়ুনঃ চাকরি বাতিল অতীত! রাজ্যে ফের শিক্ষক নিয়োগ! কাদের কপাল খুলল?

প্রধান বিচারপতি চন্দ্রচূড় (CJI DY Chandrachud) প্রথমে জানান, আগামীকাল দুপুরে আরজি কর মামলার শুনানি হবে। সেকথা শুনে রাজ্যের আইনজীবী সিব্বল বলেন, সকাল ১০:৩০ নাগাদ শুনানি হলে ভালো হয়। সেকথা শুনে সিজেআই বলেন, ‘নিজেদের মধ্যে আলোচনা করে আপনারা আদালতকে জানান। আগামীকাল এই মামলার শুনানি হবে’।

RG Kar case hearing in Supreme Court postponed again

উল্লেখ্য, গতকাল বিকেল ৩টে থেকে সুপ্রিম কোর্টে (Supreme Court) আরজি কর মামলার শুনানি ছিল। তবে সিজেআই সহ অন্যান্য বিচারপতিদের একটি অনুষ্ঠানের জন্য রাষ্ট্রপতি ভবন যেতে হতো। যে কারণে মামলার শুনানি পিছিয়ে যায়। ঠিক হয়, বুধবার সকালে এই মামলা শুনবে প্রধান বিচারপতির বেঞ্চ। আজ সকালে বেঞ্চ বসলেও মামলার শুনানি হয়নি। জানানো হয়, বিকেলে এই মামলা শোনা হবে। এরপর ফের একবার শুনানি পিছিয়ে গেল। আগামীকাল শীর্ষ আদালতে কখন এই মামলার শুনানি হয় আপাতত সেদিকেই নজর সকলের।

ad

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর