১ নভেম্বর থেকে…! পাল্টে গেল রেশনের এই নিয়ম! নয়া নির্দেশ জারি হতেই শোরগোল

বাংলা হান্ট ডেস্কঃ চাল থেকে শুরু করে গম, প্রত্যেক মাসে রেশন ব্যবস্থার মাধ্যমে বেশ কিছু খাদ্য সামগ্রী প্রদান করে সরকার। দেশের বহু পরিবার দু’বেলার খাবারের জন্য এই রেশন ব্যবস্থার ওপর নির্ভরশীল। এবার এই নিয়েই সামনে আসছে বড় খবর! জানা যাচ্ছে, রেশন ব্যবস্থার একটি নিয়ম নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে রাজ্য (Government of West Bengal)। চলতি নভেম্বর মাস থেকে সেই নিয়ম চালু হয়েছে।

  • নভেম্বর থেকে পাল্টে গেল এই নিয়ম (Government of West Bengal)!

প্রত্যেক মাসে রেশন দোকান থেকে উপভোক্তারা নির্দিষ্ট রেশন (Ration) সামগ্রী সংগ্রহ করেন। এবার থেকে এই বিষয়ে তাঁরা বিশদে সবটা জানতে পারবেন। কত পরিমাণ রেশন সামগ্রী পাচ্ছেন সেই তথ্যের পাশাপাশি কেন্দ্র এবং রাজ্যের তরফ থেকে কত টাকা খরচ করা হচ্ছে সেই বিষয়ে গ্রাহকদের স্লিপে উল্লেখ থাকবে বলে খবর।

রিপোর্ট বলছে, বছর দুয়েক আগেই কেন্দ্রের তরফ থেকে নির্দেশিকা দিয়ে সব রাজ্যকে (Government of West Bengal) এই বিষয়ে সিদ্ধান্ত নিতে বলা হয়েছিল। তবে পশ্চিমবঙ্গ সহ এদেশের কয়েকটি রাজ্য এতদিন সিদ্ধান্ত নেয়নি। তবে সম্প্রতি রাজ্য খাদ্য দফতরের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা এবং রাজ্য খাদ্য সুরক্ষা যোজনার অধীন উপভোক্তাদের জন্য নয়া স্লিপ শুরু করা হচ্ছে। রেশন দোকানের ই-পস মেশিন থেকে এই কাগজ বেরোবে।

আরও পড়ুনঃ ‘বাংলার মুখ্যমন্ত্রী হবে অভিষেক’! কবে দায়িত্ব নেবেন? তুমুল শোরগোল রাজ্যে

সেই কাগজে সংশ্লিষ্ট গ্রাহকের খাদ্যসামগ্রীর পরিমাণ এবং এর নেপথ্যে কেন্দ্র (Central Government) এবং রাজ্যের খরচের শেয়ার কতখানি সেটার উল্লেখ থাকবে। জানা যাচ্ছে, রেশনে খাদ্যসামগ্রী দেওয়ার খরচ কেন্দ্র এবং রাজ্য যৌথভাবে বহন করে। তাই সেকথা মাথায় রেখে, রাজ্যের তরফ থেকে কেন্দ্র এবং রাজ্য উভয়ের খরচের খতিয়ান গ্রাহকদের স্লিপে তুলে ধরার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর।

Ration Card rules Government of West Bengal

এই বিষয়ে রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ বলেন, পিএম গরিব কল্যাণ যোজনার সব খরচ কেন্দ্র একা বহন করে না। রাজ্যকে রেশন ডিলার এবং ডিস্ট্রিবিউটারদের কমিশন ও পরিবহণ খরচ দিতে হয়। সেই সঙ্গেই রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা ১ এবং ২ কার্ডের অধীন গ্রাহকদের যে খাদ্যসামগ্রী প্রদান করা হয়, সেটার সব খরচ রাজ্য সরকার (Government of West Bengal) দেয়। সেই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি, কেন্দ্রের নির্দেশ অনুযায়ী কেন্দ্রের কত টাকা খরচ হয়েছে সেটা যেমন স্লিপে তুলে ধরা হবে, তেমনই রাজ্যের সরকারের খরচের খতিয়ানও সেখানে দেওয়া থাকবে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর