কোনোদিন দেখেননি চন্দননগরের পুজো, নিজের জন্য নয়, মা জগদ্ধাত্রীর কাছে কার জন্য প্রার্থনা করলেন রচনা?

বাংলাহান্ট ডেস্ক : দুর্গাপুজো, কালীপুজো মিটে গিয়েছে। এবার আগমনের পালা দেবী জগদ্ধাত্রীর। প্রচারের সমস্ত আলো গিয়ে পড়বে চন্দননগর, কৃষ্ণনগরের উপরে। জগদ্ধাত্রী পুজো মানেই সবার আগেই নাম উঠে আসবে এই দুটি জায়গার। প্রতি বছর লক্ষ লক্ষ মানুষের ভিড় হয় এখানে। এবার চন্দননগরের বিশেষ অতিথি হতে চলেছেন রচনা বন্দ্যোপাধ্যায় (Rachna Banerjee)। চন্দননগরের বিখ্যাত জগদ্ধাত্রী পুজো দেখার আগ্রহ প্রকাশ করেছেন তিনি।

সাংসদ হয়ে দায়িত্ব বেড়েছে রচনার (Rachna Banerjee)

রচনার (Rachna Banerjee) এখন দায়িত্ব অনেক বেড়ে গিয়েছে। আগেও অভিনেত্রী হিসেবে বিভিন্ন পুজোর উদ্বোধনে যেতেন বটে, তবে এখন সাংসদ হওয়ায় দায়িত্ব বেড়েছে কয়েকগুণ। ২০২৪ এর লোকসভা নির্বাচনে যে হুগলীর মানুষরা তাঁকে জিতিয়ে এনেছেন, তাঁদের প্রতি দায়বদ্ধ তিনি। দিদি নাম্বার ওয়ান এর শুটিং সামলেই পালন করছেন সাংসদের দায়িত্ব।

আরো পড়ুন : সমস্ত সীমা ছাড়াবে বাজেট, বলিউডের সবথেকে বড় ধামাকা এটাই! প্রকাশ্যে রণবীরের ‘রামায়ণ’এর মুক্তির তারিখ

পাণ্ডুয়ার জগদ্ধাত্রী পুজোয় হাজির রচনা

সম্প্রতি পাণ্ডুয়াতে তৃণমূল নেতা সঞ্জয় ঘোষের আয়োজিত জগদ্ধাত্রী পুজোয় উপস্থিত হয়েছিলেন রচনা (Rachna Banerjee)। কালীপুজোতেই এখানে আসার কথা ছিল তাঁর। কিন্তু তখন অসুস্থ থাকায় তিনি আসতে পারেননি। জগদ্ধাত্রী পুজোয় এসে রচনা (Rachna Banerjee) বলেন, যে মানুষগুলো তাঁর উপরে আস্থা রেখে ভোট দিয়ে জিতিয়ে এনেছেন, তাঁদের পাশে থাকা তাঁর দায়িত্ব। তাই পাণ্ডুয়ার জগদ্ধাত্রী পুজোয় এসেছেন তিনি।

আরো পড়ুন : প্রেম ভেঙেছে দুজনেরই, ‘ফুলকি’র সেটে নতুন গল্পের আভাস! পরস্পরেই আশ্রয় খুঁজছেন অভিষেক-শার্লি?

পুজো নিয়ে কী বললেন সাংসদ?

রচনার (Rachna Banerjee) কথায়, আগে শুধু চন্দননগর এবং তার আশেপাশের এলাকাতেই জগদ্ধাত্রী পুজো হত। কিন্তু এখন রাজ্যের প্রায় সর্বত্রই পুজো হচ্ছে। কলকাতাতেও বেশ কিছু পুজো হচ্ছে। সোশ্যাল মিডিয়াতেও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে জগদ্ধাত্রী পুজো। রচনা (Rachna Banerjee) বলেন, আগে কখনো জগদ্ধাত্রী পুজোর সময়ে চন্দননগরে আসতে পারেননি তিনি। তবে এখন তিনি এখানকার সাংসদ। তাই এবার একটু বেশিই আসা হবে।

Rachna Banerjee

পাণ্ডুয়ার পুজোতে এসে মা জগদ্ধাত্রীর কাছে ছেলের জন্য প্রার্থনা করেন রচনা। একমাত্র ছেলে প্রণীল আগামী বছরই উচ্চ মাধ্যমিক দেবে। ছেলে যাতে ভালো ভাবে পরীক্ষায় পাশ করে সেই প্রার্থনাই মায়ের কাছে করেন রচনা।

ad

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর