বাংলাহান্ট ডেস্ক : কথায় বলে বই (Book) হল মানুষের শ্রেষ্ঠ বন্ধু। অবসর যাপন হোক কিংবা শিক্ষা, সমাজ গঠনে বইয়ের গুরুত্ব নিয়ে নতুন করে বলার কিছুই নেই। একটি শিশুর জীবনের প্রারম্ভ হয় বই পড়ে। তারপর শিক্ষা জীবনের শুরু থেকে যৌবন পেরিয়ে বার্ধক্য, বই যেন মানুষ ও সমাজ গঠনের মুদ্রার এপিঠ আর ওপিঠ।
এক বইয়ের (Book) গল্প
প্রাচীন এমন অনেক বই (Book) বা লিপি গবেষকরা উদ্ধার করেছেন যার মাধ্যমে আমাদের পরিচয় ঘটেছে প্রাচীন পৃথিবী ও সমাজ ব্যবস্থার সাথে। তবে জানেন এই বিশ্বের অন্যতম পুরনো একটি বই খুঁজে পাওয়া গেছে যার পাঠোদ্ধার এখনো সম্ভব হয়নি! সাধারণ চোখে এই বইয়ের পৃষ্ঠায় চোখ রাখলে দেখা মেলে সুন্দর সুন্দর লেখার।
পৃষ্ঠা জুড়ে রয়েছে নানান দৃষ্টি নন্দন ছবি। সুন্দর করে সাজানো হয়েছে লেখা ও ছবিগুলি। তবে দুর্ভাগ্যের বিষয় সুন্দর এই বই এখনো পর্যন্ত পড়তে পারেননি কেউ। অতীতে এমন বহু বই মিলেছে যার পাঠোদ্ধার করতে গিয়ে হিমশিম খেতে হয়েছে বিশেষজ্ঞদের। তবে এই বইয়ের পাঠোদ্ধার আজও করতে পারেননি বিশেষজ্ঞ থেকে গবেষক কেউই।
আরোও পড়ুন : ফের প্রেসিডেন্ট ট্রাম্প! পাবেন কোটি কোটি টাকা বেতন, সাথে রয়েছে ভাতাও, পরিমাণ জানলে হয়ে যাবেন “থ”
এই বইতে এমনকিছু প্রাণী, ফুল, ফল, গাছের ছবি রয়েছে যা মনে জন্ম দেয় বিস্ময়য়ের। এমন জিনিসের ছবি আগে কখনো কেউ দেখেছে কিনা তা নিয়ে থেকে গেছে সংশয়। বইতে থাকা প্রাণী, ফুল, ফল, গাছগুলি আদৌ পৃথিবীতে রয়েছে কিনা সেই বিষয়েও সন্দিহান অনেকে।
হাতে লেখা এই বইটি (Book) পরিচিত ভয়নেচ ম্যানুস্ক্রিপ্ট নামে। তবে এই বইয়ের লেখক কে তা নিয়ে রয়েছে ভিন্ন মত। পোল্যান্ডের এক বই বিক্রেতা উইলফ্রিড ভয়নেচ ১৯১২ সালে কেনেন এই বইটি (Book)। তারপর থেকে ফের চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে আসে ভয়নেচ ম্যানুস্ক্রিপ্ট (Voynich Manuscript)।