হোমস্টের জানলা দিয়েই পাবেন মাউন্ট নরসিং’য়ের বিরল দর্শন! এইখানে গেলেই হাঁ করে তাকাবেন

বাংলাহান্ট ডেস্ক : আজকাল পাহাড়প্রেমীদের কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে দক্ষিণ সিকিমের বিভিন্ন জায়গা। যারা পাহাড় ভালবাসেন তাদের কাছে দক্ষিণ সিকিমের রাভাংলা এখন অন্যতম জনপ্রিয় ডেস্টিনেশন। একদা অফবিট এই স্থানে বর্তমানে পর্যটকদের আনাগোনা বেড়েছে বহুগুণ। তবে আজ আপনাদের পরিচয় করাতে চলেছি রাভাংলা থেকে ৬ কিলোমিটার দূরে অবস্থিত কিউজিং-এর (Kewzing) সাথে। 

কিউজিং-এর (Kewzing) সৌন্দর্য

কিউজিং (Kewzing) এখনো অফবিট লোকেশন দক্ষিন সিকিমের। শুনশান এই পাহাড়ি জনপদ নিজের খেয়ালে যেন অপেক্ষা করে রয়েছে তার প্রেমিকের জন্য। তবে প্রাকৃতিক সৌন্দর্যের সাথেই কিউজিং বিশেষভাবে পরিচিতি পাচ্ছে একটি হোম স্টের জন্য। প্রায় ৭ হাজার ফুট উচ্চতায় মৈনাম পর্বতের কোলে অবস্থিত রাভাংলা। পেলিং যাওয়ার পথে অনেক পর্যটক দু-একদিনের জন্য এখানে ঘুরে যান। প্রায় প্রতি বছর পর্যটকের সংখ্যা বেড়ে চলেছে রাভাংলায়।

IMG 20241107 045430

পর্যটকদের জন্য রাভাংলা জুড়ে গজিয়ে উঠছে অসংখ্য হোটেল, হোম স্টে। তবে যারা প্রকৃতির কোলে কয়েকদিন একটু নিরিবিলি পরিবেশে কাটাতে চাইছেন, তারা একবার রাভাংলার কাছেই কিউজিং থেকে ঘুরে আসতে পারেন। ছোট্ট পাহাড়ি গ্রাম কিউজিং (Kewzing)। এখানে যে হোম স্টে’টি রয়েছে তার আতিথেয়তা মুগ্ধ করবে আপনাকে। হোম স্টে’র রুমের জানলা থেকেই দেখা মিলবে বরফ মোড়া মাউন্ট নরসিং।

আরোও পড়ুন : চড়া সাজগোজে সতর্ক ভাবে ঢেকে রাখেন বয়স, মেকআপ ছাড়া কেমন দেখতে রেখাকে?

জানলা দিয়ে হাত বাড়ালেই যেন স্পর্শ পাবেন তার। সাদা মেঘের দল জানলা দিয়ে ঘরের ভিতর ঢুকে এসে আলিঙ্গনে জাপটে নেবে আপনাকে। স্থানীয় কুইজিংয়ের স্বাদ মিলবে এই হোম স্টে’তে। সম্পূর্ণ অর্গানিক খাবার এই হোম স্টে’র অন্যতম বৈশিষ্ট্য। হোম স্টে’র বাইরে থাকা বাহারি গাছের সারি আপনাকে মুগ্ধ করতে বাধ্য। তাছাড়াও যারা ছবি তুলতে ভালোবাসেন তাদের কাছে এই জায়গা যেন একটুকরো স্বর্গ।

Kewzing

খাওয়াদাওয়া সহ হোম স্টে’র ভাড়া পড়বে মাথাপিছু ১৫০০ টাকা প্রতিদিন হিসাবে। কিউজিং-এর (Kewzing) কাছে রয়েছে একাধিক দর্শনীয় স্থান। গাড়ি ভাড়া করে দিনের দিন ঘুরে আসতে পারেন তথাগত স্তল, টেমি টি গার্ডেন, সম্পদ্রুপ্সে মনাস্ট্রি, নামচি চারধাম, রালোং মনাস্ট্রি, বন মনাস্ট্রি। এই সম্পর্কিত আরো বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন এই নম্বরে – 6291538880।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর