বাংলা হান্ট ডেস্ক: নভেম্বরের সাত তারিখ হয়ে গেল এদিকে শীতের দেখা নেই। তাপমাত্রা সেভাবে নামেনি দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলাগুলিতে। যদিও বাতাসে জলীয় বাষ্প থাকার কারণে সকালের দিকে কোথাও কোথাও কুয়াশা ও ধোঁয়াশা দেখা দিচ্ছে। তবে বেলা বাড়তেই বাড়ছে গরম। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, চলতি সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের একাধিক জেলায়।
আবহাওয়া দপ্তর (Weather Department) সূত্রে খবর, আগামী সাতদিন রাজ্যজুড়ে শুষ্ক আবহাওয়া থাকবে। তবে কোথাও কোথাও সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর ও দুই চব্বিশ পরগনায়। বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কোথাও ভারী বৃষ্টি হবে না। এদিকে আপাতত তাপমাত্রা পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।
হাওয়া অফিস জানাচ্ছে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। যার প্রভাবে বৃষ্টিপাত হচ্ছে বলে মনে করা হচ্ছে। যদিও আজ থেকে শনিবার পর্যন্ত রাজ্যজুড়ে শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা। তবে ১০ তারিখ ফের বৃষ্টির পূর্বাভাস। ১০ তারিখ পূর্ব মেদিনীপুর, দুই চব্বিশ পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
পশ্চিমের জেলাগুলিতে ইতিমধ্যেই হাল্কা শীতের আমেজ শুরু হয়ে গেছে সকালের দিকে। যদিও আবহাওয়া দপ্তর জানাচ্ছে মাঝ নভেম্বর থেকে আস্তে আস্তে শীত পড়ার সম্ভাবনা রয়েছে। চলতি সপ্তাহে কলকাতার (Kolkata) সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০-৩১ ডিগ্রির সেলসিয়াসের আশেপাশে। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৪-২৫ ডিগ্রির কাছাকাছি। আগামী ৪-৫ দিন তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের (South Bengal Weather) কোনো জেলাতেই।
উত্তরের (North Bengal Weather) জেলাগুলিতেও আপাতত তাপমাত্রার খুব বেশি পরিবর্তন হবে না কয়েক দিন। উত্তরবঙ্গের উপরের দিকের কয়েকটি জেলায় সামান্য বৃষ্টি হতে পারে। দার্জিলিং ও কালিম্পংয়ে বৃষ্টি হতে পারে ১০ তারিখ। আগামী সপ্তাহে সোম ও মঙ্গলবার দার্জিলিং ও কালিম্পং জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। বাকি কোথাও জেলাগুলিতে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। শুষ্ক থাকবে আবহাওয়া।