বাংলা হান্ট ডেস্কঃ বদলে যাচ্ছে পেনশন রুল? সম্প্রতি এক নির্দেশিকা জারি করেছে কেন্দ্র। যেখানে পারিবারিক পেনশনের বিষয়ে নিয়ম (Government Employees Pension) স্পষ্ট করা হয়েছে সরকার তরফে। কেন্দ্রীয় সরকারের পেনশন এবং পেনশন ওয়েলফেয়ার দফতরের তরফে জানানো হয়েছে পেনশন (Pension) থেকে কন্যাদের বঞ্চিত করা যাবে না।
এই বিষয়ে সেন্ট্রাল সিভিল সার্ভিসেসের (পেনশন) নিয়ম অনুসারে বলা হয়েছে, পরিবারের সদস্য হিসেবে অবিবাহিত, বিবাহিত বিধবা মেয়ে, সৎ মেয়ে বা দত্তক মেয়েরাও পরিবারের সদস্য হিসেবে গণ্য হবেন।
ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের প্রতিটি মন্ত্রক এবং দফতরকে এই সংক্রান্ত নির্দেশিকা পাঠিয়ে জানানো হয়েছে, কোনও অবসরপ্রাপ্ত সরকারি কর্মীর পেনশন তালিকায় পরিবারের সদস্যদের মধ্যে ওই তার কন্যার নাম থাকে তাহলে সেই নামকেও বিবেচনা করতে হবে। কন্যার নাম বাদ দেওয়া যাবে না। অবসরকালীন পেনশনের জন্য যে ফর্ম ৪ ভরতে হয় ওই ফর্ম থেকে কন্যার নাম বাদ দেওয়া যাবে না।
নির্দেশিকা জারি করে কেন্দ্রীয় সরকারের পেনশন ও পেনশনভোগী (Family Pension Rules) কল্যাণের দফতর জানিয়েছে, পারিবারিক পেনশনের ক্ষেত্রে যোগ্যতার দিক বিচার না করেই সরকারি কর্মচারী বা পেনশনভোগীদের নিজেদের পরিবারের প্রত্যেক সদস্যের বিষয়ে তথ্য জমা দিতে হবে। কারও নাম বাদ রাখা যাবে না। মেয়েদের নামও অবশ্যই রাখতে হবে। পেনশনভোগী বা পারিবারিক পেনশনভোগীর মৃত্যু বলে নিয়মের ভিত্তিতে পারিবারিক পেনশনের যোগ্যতা নির্ধারণ করা হবে।
প্রতিটি মন্ত্রক বা দফতরের কর্মচারীদের পেনশন সংক্রান্ত পেনশন ও পেনশনভোগী কল্যাণের দফতরের নির্দেশিকা মেনে চলার জন্য বলা হয়েছে। এদিকে সম্প্রতি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) এবং অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিয়ারনেস রিলিফ (ডিআর) বৃদ্ধি করেছে কেন্দ্র সরকার।
আগে পঞ্চাশ শতাংশ হারে ডিএ পাচ্ছিলেন কেন্দ্রের সরকারি কর্মীরা। বর্তমানে সপ্তম বেতন কমিশনের আওতায় ৫৩ শতাংশ হারে ডিএ ও ডিআর পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা। এদিকে সম্প্রতি আরেক নির্দেশিকা জারি করে বলা হয়েছে, সেন্ট্রাল সিভিল পেনশন রুলস, ২০২১-এর আওতায় থাকা অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মীরা অতিরিক্ত পেনশন (Pension) পাবেন।
আরও পড়ুন: শুরু শিরশিরানি! কবে থেকে শীত পড়ছে দক্ষিণবঙ্গে?অবশেষে দিনক্ষণ জানাল আবহাওয়া দপ্তর
বলা হয়েছে যে সকল কেন্দ্রীয় অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর বর্তমান বয়স ৮০ বছর তার বেশি, সেই সকল পেনশনভোগী অতিরিক্ত ভাতা পাওয়ার যোগ্য। কোনো অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মীর বয়স যদি ৮০-৮৫ বছরের মধ্যে হয়, তাহলে বেসিক পেনশনের ওপরে ২০ শতাংশ হারে অতিরিক্ত ভাতা পাওয়ার যোগ্য।
একই ভাবে কোনও পেনশনধারীর বয়স যদি ৮৫- ৯০ বছরের মধ্যে হয়, তাহলে বেসিক পেনশনের ওপর ৩০ শতাংশ হারে অতিরিক্ত ভাতা মিলবে। আবার কোনও পেনশনভোগীর বয়স যদি ৯০- ৯৫ এর মধ্যে হয়, তাহলে বেসিক পেনশনের ওপর ৪০ শতাংশ হারে অতিরিক্ত ভাতা মিলবে। কোনও অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মী ৯৫-১০০ বছরের মধ্যে হলে বেসিক পেনশনের ওপরে ৫০ % হারে অতিরিক্ত ভাতা পাওয়ার যোগ্য তিনি। যদি কোনও কোনও পেনশনধারীর বয়স ১০০ বছর বা তার বেশি হয়, তাহলে নিজের বেসিক পেনশনের ওপর ১০০ শতাংশ হারে অতিরিক্ত ভাতা পাবেন তিনি।