CBI খতিয়ে দেখুক…! এবার সোজা হাইকোর্টে ছুটলেন শুভেন্দু অধিকারী! কোন ঘটনায়?

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের বিরোধী দলনেতা তিনি। এবার সিবিআই তদন্তের দাবি জানিয়ে সোজা কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলেন শুভেন্দু অধিকারী। গত ১ অক্টোবর রাজাবাজার, নারকেলডাঙা অঞ্চল উত্তপ্ত হয়ে উঠেছিল বলে অভিযোগ। সেখানকার মন্দির ও গুরুদ্বারে হামলার অভিযোগ ওঠে। এবার এই ঘটনাতেই সিবিআই তদন্তের দাবি জানিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক।

  • সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টে (Calcutta High Court) শুভেন্দু

গত অক্টোবর মাসে শিরোনামে উঠে এসেছিল রাজাবাজার, নারকেলডাঙা অঞ্চলের অশান্তি। সেখানকার মন্দির ও গুরুদ্বারে হামলা চালানোর পাশাপাশি একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষের ওপর অত্যাচার করার অভিযোগও ওঠে। এবার এই ঘটনার প্রেক্ষিতেই সিবিআই তদন্তের দাবি তুলেছেন শুভেন্দু (Suvendu Adhikari)।

রাজ্যের বিরোধী দলনেতার কথায়, এই ধরণের ঘটনা পশ্চিমবঙ্গে আগেও ঘটেছে। তবে প্রশাসন ব্যবস্থা নেয়নি। সেই কারণে এই ঘটনার তদন্ত কেন্দ্রীয় এজেন্সির করা উচিত। জানা যাচ্ছে, হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন বিজেপি বিধায়ক। রাজাবাজার অশান্তির ঘটনার কারণ খুঁজতে সিবিআইয়ের হাতে তদন্তভার তুলে দেওয়া হোক, এই দাবিতে জনস্বার্থ মামলা দায়ের করার আর্জি জানিয়েছিলেন তিনি। মামলা দায়ের করার অনুমতি দিয়েছে আদালত।

আরও পড়ুনঃ অবশেষে বাড়ল DA, কত শতাংশ? রাজ্য সরকারি কর্মীদের জন্য জারি বিজ্ঞপ্তি

অক্টোবর মাসের এই ঘটনার পর সম্প্রতি কালীপুজোর বিসর্জন ঘিরে নারকেলডাঙা অঞ্চল উত্তপ্ত হয়ে ওঠে বলে অভিযোগ ওঠে। যদিও পরবর্তীতে কলকাতা পুলিশের (Kolkata Police) তরফ থেকে জানানো হয় এই খবর ভুয়ো! সমাজমাধ্যমে নারকেলডাঙা নিয়ে ভুয়ো খবর ছড়ানো হচ্ছে বলে দাবি করা হয়।

Calcutta High Court

কলকাতা পুলিশ জানায়, বাইক পার্কিং সম্বন্ধিত একটি সমস্যা ঘিরে নারকেলডাঙায় দু’জন ব্যক্তির মধ্যে বচসা হয়। পরবর্তীতে তা আরও বৃদ্ধি পায়। পরবর্তীতে পুলিশি হস্তক্ষেপে সেই ঝামেলা মেটে। কালীপুজোর বিসর্জন ঘিরে কোনও অশান্তি হয়নি বলে জানায় পুলিশ। তবে গত মাসে রাজাবাজার, নারকেলডাঙা অঞ্চলে যে অশান্তি হয়েছিল সেই নিয়ে এবার হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলেন শুভেন্দু। উচ্চ আদালত কী হয় এখন সেদিকেই নজর সকলের।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর