বাংলা হান্ট ডেস্কঃ পরপর দু’দিন শুনানি পিছনোর পর অবশেষে বৃহস্পতিবার শুরু হল আরজি কর মামলার সুপ্রিম (Supreme Court) শুনানি। আজ বিকেল ৩টের কিছু আগে এই মামলার শুনানি শুরু হয়। এদিন প্রধান বিচারপতির বেঞ্চে স্টেটাস রিপোর্ট জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। অন্যদিকে অন্তর্বর্তী রিপোর্ট জমা করেছে জাতীয় টাস্ক ফোর্স। সেই রিপোর্ট প্রত্যেক রাজ্যের মুখ্যসচিবকে পাঠানোর নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।
সিবিআইকে ফের স্টেটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court)
এদিন কেন্দ্রীয় এজেন্সির (CBI) তরফ থেকে স্টেটাস রিপোর্ট জমা দেওয়া হতেই তা পড়ে দেখেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জে বি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্র। তা দেখার পর আদালতের নির্দেশ, ৪ সপ্তাহ পর পরবর্তী রিপোর্ট জমা দেবে সিবিআই। তদন্ত চালিয়ে যাবে কেন্দ্রীয় এজেন্সি।
এরপর জাতীয় টাস্ক ফোর্সের তরফ থেকে অন্তর্বর্তী রিপোর্ট জমা দেওয়া হয়। সেটা প্রত্যেক রাজ্যের মুখ্যসচিবকে পাঠানোর নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত (Supreme Court)। ওই রিপোর্ট দেখার পর মুখ্যসচিবদের কোনও পরামর্শ দেওয়ার থাকলে তাঁরা সেটা দিতে পারেন বলে জানানো হয়েছে।
আরও পড়ুনঃ রোগীদের জন্য সুখবর! রেজিস্ট্রেশন ফি নিয়ে নয়া সিদ্ধান্ত! বেসরকারি হাসপাতালগুলিকে বিরাট নির্দেশ
এই নিয়ে জুনিয়র চিকিৎসকদের আইনজীবী ইন্দিরা জয়সিং আবার বলেন, ‘নানান মেডিক্যাল কলেজের প্রতিনিধিদের যদি এই টাস্ক ফোর্সে না রাখা হয়, তাহলে যে কারণে এই টাস্ক ফোর্স তৈরি করা হয়েছে, সেটা সঠিকভাবে হবে না’। সিজেআই চন্দ্রচূড় (CJI DY Chandrachud) বলেন, জাতীয় টাস্ক ফোর্সের এই অন্তর্বর্তী রিপোর্ট মুখ্যসচিব প্রত্যেক বিশ্ববিদ্যালয়কে পাঠাবেন। এরপর সেখান থেকে উত্তর আনা যাবে।
এদিনের শুনানিতে রাজ্যের আইনজীবী কপিল সিব্বল বলেন, আরজি কর মামলায় (RG Kar Case) যাতে দ্রুত তদন্ত শেষ হয়, সেটা নিশ্চিত করা হোক। চার্জ গঠন হয়েছে। আসল অপরাধী যাতে সাজা পায়, সেটাই চায় রাজ্য। অন্যদিকে এক জনস্বার্থ মামলাকারীর আইনজীবী ফিরোজ এডুলজি আবার বলেন, ‘ঘটনার পর ৯০ দিন অতিক্রান্ত। তদন্তে কোনও অগ্রগতি হয়নি’।
সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রধান বিচারপতি বলেন, ‘চার্জশিট দেওয়া হয়েছে। চার্জ গঠনের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। পুনরায় তদন্তের নির্দেশ দেওয়ার, তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলার যথেষ্ট ক্ষমতা ট্রায়াল বিচারকের রয়েছে’।