ছট পুজোয় ২ দিন ছুটি! ‘পূর্ব বিহার সরকারের সদর দফতর’! নবান্নের ছবি পোস্ট করে বিস্ফোরক বাংলা পক্ষ

বাংলা হান্ট ডেস্কঃ ছট পুজো উপলক্ষ্যে দু’দিনের ছুটি দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। বৃহস্পতিবার এবং শুক্রবার ছুটি দিয়েছে রাজ্য (Government of West Bengal)। এই নিয়ে ইতিমধ্যেই নানান মহলে চর্চা শুরু হয়েছে। এই আবহে এবার নবান্নর একটি ছবি শেয়ার করে আক্রমণ শানালেন বাংলা পক্ষের কৌশিক মাইতি।

বুধবার রাতে নিজের সমাজমাধ্যমে একটি ছবি শেয়ার করেন কৌশিক (Kausik Maiti)। সেখানে দেখা যাচ্ছে, নবান্নের গায়ে হিন্দিতে ‘ছট পুজোর শুভেচ্ছা’ লেখা রয়েছে। পোস্টের ক্যাপশনে লেখা, ‘’নবান্ন’ পূর্ব বিহার সরকারের সদর দফতর। পূর্ব বিহারের মূল উৎসব- ছট’। এখনও অবধি এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া দেয়নি রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস।

এদিকে ছটপুজো (Chhath Puja) উপলক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এবার দু’দিনের ছুটি দেওয়া হয়েছে। আগে যারা ছট পুজো করতেন শুধুমাত্র তাঁরা এই ছুটি পেতেন। তবে এখন সবাইকে এই ছুটি দেয় সরকার।

আরও পড়ুনঃ সরকারি চাকরিতে নিয়োগের মাঝে বিধি বদল! আদৌ সম্ভব? সুপ্রিম কোর্টের এক নির্দেশে তোলপাড়

এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার বলেছেন, ছট পুজো উপলক্ষ্যে রাজ্য সরকারের (Government of West Bengal) তরফ থেকে দু’দিনের ছুটি দেওয়া হয়। তবে কেন্দ্রীয় সরকার তেমনটা করে না। এই বছর আবার ছটপুজো উপলক্ষ্যে মুখ্যমন্ত্রী নিজে একটি গান লিখেছেন। ঘাটে ঘাটে সেই গান বাজানো হবে বলে খবর।

Government of West Bengal Mamata Banerjee Government scheme

বুধবার বিকেলে পোস্তা বাজার মার্চেন্টস অ্যাসোসিয়েশনের জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে গিয়ে একথা জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ছটপুজো স্পেশ্যাল গান লেখার পাশাপাশি তাতে সুরও দিয়েছেন। ইতিমধ্যেই গান সম্বলিত পেন ড্রাইভ প্রশাসনকে দিয়ে দেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। ঘাটে ঘাটে যাতে সেই গান শোনা যায়, সেটার বন্দোবস্ত করা হবে বলে জানিয়েছেন মমতা (Mamata Banerjee)। আজ সকালে সমাজমাধ্যমে নিজের লেখা এবং সুর দেওয়া সেই গানের ভিডিও শেয়ার করে সকলকে ছট পুজোর শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর