বাংলা হান্ট ডেস্কঃ বিজেপি নেত্রী রেখা পাত্রকে নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের (Firhad Hakim) বিরুদ্ধে। ইতিমধ্যেই এই নিয়ে সরব হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এবার এই ঘটনায় রাজ্যের মুখ্যসচিব এবং রাজ্য পুলিশের ডিজিকে বড় নির্দেশ দিল জাতীয় মহিলা কমিশন।
রেখাকে নিয়ে বেফাঁস মন্তব্য! বিপাকে ফিরহাদ (Firhad Hakim)?
সম্প্রতি বিধানসভা উপনির্বাচনে হাড়োয়ার তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারে গিয়েছিলেন ফিরহাদ। সেখান থেকেই রেখার (Rekha Patra) উদ্দেশে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। এবার এই মন্তব্য নিয়েই তদন্ত করতে রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ এবং রাজ্য পুলিশের ডিজিকে নির্দেশ দিয়েছে জাতীয় মহিলা কমিশন।
জানা যাচ্ছে, আইনি পদক্ষেপ নেওয়ার জন্য কমিশন (National Commission for Women) নির্দেশ দিয়েছে। সেই সঙ্গেই ফিরহাদের মন্তব্য নিয়ে তদন্ত শেষ হওয়ার পর ৩ দিনের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে মুখ্যসচিব এবং রাজ্য পুলিশের ডিজিকে। ইতিমধ্যেই এই নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।
আরও পড়ুনঃ ছট পুজোয় ২ দিন ছুটি! ‘পূর্ব বিহার সরকারের সদর দফতর’! নবান্নের ছবি পোস্ট করে বিস্ফোরক বাংলা পক্ষ
জাতীয় মহিলা কমিশনের তরফ থেকে পরিষ্কার জানানো হয়েছে, নিরপেক্ষ এবং সুষ্ঠু তদন্ত করতে হবে। সেই জন্য নির্দিষ্ট সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে। কমিশনের সদস্যা অর্চনা মজুমদার একদিন আগেই জানিয়েছিলেন, নিজের মতো করে কমিশনের তরফ থেকে পদক্ষেপ নেওয়া হবে। এবার সরাসরি রাজ্যের মুখ্যসচিব এবং রাজ্য পুলিশের ডিজির কাছে চলে এল নির্দেশ।
এদিকে ফিরহাদের (Firhad Hakim) বিতর্কিত মন্তব্য প্রসঙ্গে সন্দেশখালির বিজেপি নেত্রী রেখা বলেন, ‘যে ভাষায় আমাকে আক্রমণ করা হয়েছে। সেটা ভীষণ নিন্দনীয়। আমার মতো খেটে খাওয়া পরিবারের মেয়েকে যে ভাষায় অপমান করা হয়েছে, সেটা আসলে সম্পূর্ণ সন্দেশখালির মা-বোনেদের অপমান’।