বাংলা হান্ট ডেস্ক : আরও একবার ৩৭০ ধারা ফিরিয়ে আনার দাবিতে একেবারে হুলস্থুল কান্ড বেঁধে গেল জম্মু-কাশ্মীর (Jammu-Kashmir) বিধানসভায়। দীর্ঘ ছয় বছর পর ৪ নভেম্বর থেকেশুরু হয়েছিল জম্মু-কাশ্মীরের (Jammu-Kashmir) নতুন বিধানসভার অধিবেশন। অধিবেশনের প্রথম দিনেও ৩৭০ ধারা প্রত্যাহারের দাবিতে পুলওয়ামার পিডিপি বিধায়ক রেজ়োলিউশন এনেছিলেন।
জম্মু-কাশ্মীরের (Jammu-Kashmir) বিধানসভায় বিধায়কদের হাতাহাতি
আবার ওই একই দাবিতেই উত্তাল হয়ে ওঠে জম্মু-কাশ্মীরের (Jammu-Kashmir) বিধানসভা। বৃহস্পতিবার অধিবেশন শুরু হতে ৩৭০ ধারা প্রত্যাহারের দাবিতে ব্যানার নিয়ে কাশ্মীর বিধানসভায় হাজির হন বারামুলার সাংসদ তথা আওয়ামি ইত্তিহাদ পার্টির প্রধান ইঞ্জিনিয়ার রশিদের ভাই খুরশিদ আহমেদ শেখ।
খুব স্পষ্ট ভাবে ওই ব্যানারে দুটি দাবি লেখা ছিল। প্রথমত ৩৭০ ধারা ফিরিয়ে আনতে হবে। আর দ্বিতীয়ত রাজনৈতিক বন্দিদের মুক্তি দিতে হবে। খুরশিদ আহমেদ শেখ ব্যানার প্রদর্শন করতেই রে রে করে তেড়ে আসেন কাশ্মীর বিধানসভার বিরোধী দলনেতা সুনীল শর্মা। বিজেপির তরফে ওই ব্যানারে ব্যাপক আপত্তি জানানো হয়।
কিন্তু খুরশিদ ব্যানার সমেত নিজের দাবিতে অনড় থাকেন। বিজেপি বিধায়করাও থেমে থাকেন কেন! মুহূর্তের মধ্যে তাঁরাও নেমে আসেন ওয়েলে। বাদ যাননি নির্দল এবং আওয়ামি ইত্তিহাদ পার্টির বিধায়করাও। কিছুক্ষণের মধ্যেই উভয়পক্ষের বিবাদ গড়ায় হাতাহাতিতে। এএনআই সূত্রের খবর, বেশ কয়েকজন বিজেপি বিধায়ক খুরশিদ আলম সহ ট্রেজ়ারি বেঞ্চের কয়েকজন বিধায়কের সঙ্গে ধস্তাধস্তিতেও শুরু করে দেন।
আরও পড়ুন : যৌন হেনস্তার মামলায় সুপ্রিম রায়! কোনো ‘আপস’ নয়, বড় ঘোষণা শীর্ষ আদালতের
এইভাবেই অধিবেশন চলাকালীনই হাতাহাতি শুরু হয়ে যায় শাসক বিরোধী উভয় পক্ষের বিধায়কদের মধ্যে।শেষ পর্যন্ত বাধ্য হয়েই বিধানসভা চত্বরের মধ্যে নিরাপত্তারক্ষীদের তলব করতে হয়। আর শেষে অধিবেশন মুলতুবি করে দেন স্পিকার। প্রসঙ্গত বিধানসভা নির্বাচনে জিতে কাশ্মীরে সরকার গড়েছে ন্যাশনাল কনফারেন্স।
BJP MLAs took hold of Khursheed Ahmad Sheikh after he unfurled a banner on Article 370 in the Jammu & Kashmir Assembly. They also tore the banner into pieces. pic.twitter.com/68mlT64vVh
— BJP Jammu & Kashmir (@BJP4JnK) November 7, 2024
সম্প্রতি অমিত শাহ, নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছিলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। সূত্রের খবর কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার বিষয় নিয়ে চিন্তাভাবনা করছে কেন্দ্র। এরই মাঝে ৩৭০ অনুচ্ছেদ ফেরত চেয়ে শোরগোল জম্মু-কাশ্মীর বিধানসভায়।