বাংলাহান্ট ডেস্ক : ভারতে প্রত্যেক তরুণ-তরুণীর স্বপ্ন থাকে সরকারি চাকরির (Government Job)। অনেকেই দিনরাত এক করে পরিশ্রম করে যান সরকারি চাকরির জন্য। অনেক সময় পরিশ্রমের পরেও মেলেনা চাকরি। সেক্ষেত্রে অনেকেই হতাশ হয়ে পড়েন। আবার অনেকে বেছে নেন অন্য কেরিয়ার।
সরকারি চাকরি (Government Job) পাওয়ার হিসেব
তবে সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে জ্যোতিষ শাস্ত্র। ভারতীয় জ্যোতিষ শাস্ত্র (Astrology) অনুযায়ী বেশ কিছু ফর্মুলা রয়েছে যার মাধ্যমে বলে দেওয়া সম্ভব আদৌ আপনার সরকারি চাকরি হবে কিনা। আপনার জন্ম ছক বা হরোস্কোপ দেখে নির্ভুলভাবে বলা যেতে পারে আপনার সরকারি চাকরির (Government Job) ভবিষ্যৎ।
• জন্ম কুণ্ডলীতে (Horoscope) যদি লগ্নপতি শক্তিশালী হয়ে দশম স্থানে অবস্থান করে অথবা দশম পতি শক্তিশালী অবস্থায় নিজের ঘরে অথবা মিত্রস্থানে অবস্থান করে তাহলে সেই জাতক বা জাতিকার জীবনে প্রভূত উন্নতি হয়। এই ধরনের ব্যক্তিরা সরকারি ক্ষেত্রে উচ্চ পদ লাভ করেন।
• লগ্ন অথবা দশম স্থানে রবির প্রভাব থাকলে সেই ব্যক্তি অত্যন্ত প্রভাবশালী হয়ে থাকেন। এই ধরনের কুন্ডলীর অধিকারীরা গেজেটেড অফিসার কিংবা সরকারী আধিকারিক পদে চাকরি লাভ করতে পারেন। পুলিশ অথবা ডিফেন্সে উঁচু পদ লাভ করতে পারেন এরা।
আরোও পড়ুন : ‘এই জন্যই বাংলার ছেলেমেয়েরা বাইরে যেতে বাধ্য হচ্ছে’, ভরা এজলাসে বিরাট মন্তব্য প্রধান বিচারপতির
• দেবগুরু বৃহস্পতির প্রভাব জন্ম ছকে থাকলে জীবনে আর্থিকভাবে সমৃদ্ধ হওয়া যায়। আবার অধিকাংশ উচ্চ পদে চাকুরীরত ব্যক্তির জন্ম ছকে রবি ও বুধের সমন্বয়ে বুধাদিত্য রাজযোগ লক্ষ্য করা যায়।
• কোষ্ঠিতে দশম স্থানে সূর্য, মঙ্গল বা বৃহস্পতির দৃষ্টি থাকলে সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়।
• মেষ, মিথুন, সিংহ, বৃশ্চিক, বৃষ বা তুলা রাশির লগ্ন হলে সরকারি দপ্তরে কাজ করার যোগ তৈরি হয়। এছাড়াও জন্ম ছকে সূর্য, বৃহস্পতি বা চন্দ্র একত্রে অবস্থান করলে সরকারি চাকরির সম্ভাবনা থাকে।
সরকারি চাকরির প্রধান কারক গ্রহ রবি। রবি গ্রহকে সন্তুষ্ট করলে সরকারি দপ্তরে বা রাজ-কর্মচারী হওয়ার সুযোগ ঘটে। রবি গ্রহকে প্রসন্ন করার জন্য প্রতিদিন সূর্যোদয়ের আগে সূর্য মন্ত্র জপ করে সূর্যদেবকে জল দান করুন।