চেনা পুরীর পথেই রয়েছে অচেনা ওয়াইল্ডলাইফের সমাহার, চার চাকা নিয়ে ঘুরে আসুন উইকেন্ডে

বাংলাহান্ট ডেস্ক : বাঙালির ভ্রমণ তালিকায় চিরকালই প্রথম সারিতে রয়েছে পুরী (Puri)। পুরী মানে সমুদ্র ও জগন্নাথ দর্শন একই সাথে সেরে ফেলা। বাঙালি হয়ে পুরী যাননি এমন ভ্রমণ প্রেমীর সংখ্যা খুবই কম। তবে চেনা পরিচিত এই পুরীর পথেই রয়েছে একাধিক অচেনা ডেস্টিনেশন। প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে উড়িষ্যা বরাবর আকর্ষণ করে এসেছে পর্যটকদের।

পুরীর (Puri) কাছের এক অনন্য জায়গা

উড়িষ্যার প্রাকৃতিক বৈচিত্র্য নিয়ে নতুন করে বলার কিছুই নেই। তবে যারা আপনারা পুরী ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন, তারা দু দিনের জন্য ঘুরে আসতে পারেন অচেনা দুটি ডেস্টিনেশন থেকে। অনেকেই উড়িষ্যার নন্দনকানন, উদয়গিরি, খণ্ডিগিরি ঘুরতে গিয়েছেন। তবে ভুবনেশ্বর থেকে মাত্র ২৭ কিলোমিটার দূরে এমন দুটি জায়গা রয়েছে যা অনেকের কাছেই অজানা।

Puri

যদি চার চাকা নিয়ে পুরী (Puri) যাওয়ার প্ল্যান করে থাকেন, তাহলে আপনার ডেস্টিনেশনের তালিকায় যোগ করতে পারেন চন্দ্রকা-ডাম্পারা ওয়াইল্ডলাইফ স্যাঙ্কচুয়ারি ও পাহাড় সংলগ্ন দেরাস বাঁধ। ভুবনেশ্বরের কোলাহল থেকে যদি নিরিবিলিতে প্রকৃতির সান্নিধ্য পেতে চান, তাহলে চোখ বুজে চলে যান চন্দ্রকা-ডাম্পারা ওয়াইল্ডলাইফ স্যাঙ্কচুয়ারিতে।

আরোও পড়ুন : থ্রিলার থেকে কমেডি, হাতে গরম ৩ টি সিনেমা আসছে OTT-তে, এগুলি দেখলেই উইকেন্ড ‘সর্টেড’

ঢেউ খেলানো পাহাড় এই জায়গার সৌন্দর্য বৃদ্ধি করেছে কয়েক গুণ। এখানে রাত্রিবাসের জন্য রয়েছে উড়িষ্যা সরকারের দেরাস নেচার ক্যাম্প। সবুজ অরণ্যের মধ্যে খুব সুন্দর ভাবে সাজানো গোছানো এই ক্যাম্প। কটেজের ভিতরে থাকা নজরমিনার বেশ পছন্দ হবে আপনাদের। দেরাসে সারা বছর খুব একটা জল থাকে না।

আরোও পড়ুন : গলার সবথেকে প্রিয় গয়না এটাই, বছরে শুভশ্রীর আয় কত জানেন? চমকে দেবে টাকার অঙ্কটা!

তবে বর্ষা এলে যৌবনপ্রাপ্ত হয় দেরাস (Derasar Dam)। সেই সময় এর সৌন্দর্য চোখে পড়ার মতো। এছাড়াও ১৯৩ বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত চন্দ্রকা-ডাম্পারা ওয়াইল্ডলাইফ স্যাঙ্কচুয়ারির (Chandaka dampada wildlife sanctuary) অপরূপ শোভা পর্যটকদের মন জয় করবেই।

deras dam bhubaneswar tourism opening time closing

হাতি, চিতল, বার্কিং ডিয়ার, বাঁদর, ময়ূর-সহ অসংখ্য বন্যপ্রাণীর অবাধ বিচরণ ক্ষেত্র চন্দ্রকা-ডাম্পারা ওয়াইল্ডলাইফ স্যাঙ্কচুয়ারি। এছাড়াও জঙ্গল সাফারির জন্য রয়েছে গাড়ির ব্যবস্থা। গাড়ি বুকিং করতে পারবেন চন্দ্রকা-ডাম্পারা ওয়াইল্ডলাইফ স্যাঙ্কচুয়ারির দফতর থেকে। বন্যপ্রাণী দেখার জন্য এখানে রয়েছে একাধিক ভিউ পয়েন্ট ও নজরমিনার।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর