বাংলা হান্ট ডেস্কঃ আজকের দিনে এইসব অবাস্তব হলেও, কিছু একটা রয়েই যায়। মধ্যপ্রদেশের সতনা জেলায় প্রেতাত্মার সঙ্গে মেলামেশায় এক সন্তানের জন্ম দিয়েছে, এমনটাই দাবি করল এক কিশোরী। কিছু দিন আগে যখন তাকে দেবেন্দ্রনগর এলাকার হেল্থ কেয়ার সেন্টারে নিয়ে যাওয়া হয় তখন বোঝা যায় সে গর্ভবতী। কয়েকদিন পর সেই কিশোরী এক সন্তানের জন্ম দেয়।
যখন হেল্থ কেয়ার সেই সন্তানের বাবার পরিচয় জানতে চায় তখন সেই কিশোরী নিজের বাবার নাম নেয়। তারপর সেই প্রেতাত্মার ধর্ষ-ণের কাহিনি বলতে থাকে। ঘটনাটি বিস্তারিত জানার পর স্বাস্থ্য কর্মীরা দেবেন্দ্রনগর থানায় খবর দেয়। খবর শুনে দেবেন্দ্রনগর এলাকার পুলিশ ব্যপারটা জানতে আসে।
পুলিশ সেই কিশোরীকে জিজ্ঞাসাবাদ করলে সেই কিশোরী তাদেরকেও সেই অশরীরী মেলামেশার কাহিনি শোনাতে থাকে। সে বলে যে, ওই প্রেতাত্মা দিনের পর দিন তার সাথে জোর করে শারীরিক সম্পর্ক স্থাপন করে ওই মিলনের ফলে সে গর্ভবতী হয়ে পড়ে।
পরিবারের সকলে কুসংস্কারে বিশ্বাসী হওয়ার ফলে তারা মনে করেন যে কোন দুষ্টু আত্মা মেয়েটির ওপর ভর করেছে। সেই কারনে কিশোরীকে স্থানীয় এক ওঝার কাছে নিয়ে যাওয়া হয় এবং ঝাড়ফুঁকও করানো হয়। কিন্তু এতকিছু করার পরেও ওই আত্মার হাত থেকে মুক্তি পায়নি সে।
হাসপাতালে মেয়েটি তার সন্তানের পিতা হিসেবে প্রথমে নিজের বাবার নাম বলেছিল। কিন্তু তার পরেই সে বয়ান বদলে নেয়। ব্যাপারটা অত্যন্ত সন্দেহজনক, বলেন রাঘবেন্দ্র।