বাপরে বাপ, মেয়ের সাথে কবুল বাবার! মেয়ে ৫ মাসের অন্তঃসত্ত্বাও, ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা

বাংলা হান্ট ডেস্ক: একেই আরজি কর কাণ্ড, ধর্ষণ আর ধর্ষণ নিয়ে উত্তপ্ত গোটা বাংলা। বাংলা বলা ভুল গোটা দেশেই উঠেছে নারী ও নাবালিকাকে নিয়ে সুরক্ষার দাবি। তবে একদিকে যখন নারী সুরক্ষার চিৎকার উঠছে উল্টোদিকে পশ্চিমবঙ্গের (West Bengal) বুকে ঘটে গেলো এক বিরাট কাহিনী। বাংলার (West Bengal) বুকেও যে এমন ঘটনা ঘটতে পারে, একথা যেনো বিশ্বাসই হচ্ছে না। বাবা হয়ে নাকি বিয়ে করলেন মেয়েকে।

পশ্চিমবঙ্গের (West Bengal) বুকে মেয়েকে বিয়ে করল বাবা

বাবা মেয়ের সম্পর্ককে কলঙ্কিত করলেন এই গুণধরেরা। এই ঘটনায় ছিঃ ছিঃ করছে সকলে। এই পৃথিবীতে বাবা মেয়ে এবং মা ছেলের সম্পর্ক সবচেয়ে পবিত্র সম্পর্ক। বিশেষ করে বাবা ও মেয়ের সম্পর্কের মাধুর্য সবচেয়ে বেশি। কিন্তু এবার এই সম্পর্কের পবিত্রতা মাধুর্যতাকে করা হলো কলঙ্কিত। জানা গিয়েছে, পশ্চিমবঙ্গের (West Bengal) জেলার কাশিয়াজোরা গ্রামে বাবা তার মেয়েকে বিয়ে করেছেন।

মূলত ৩৭ বছরের এক ব্যক্তি তার ১৯ বছরের মেয়েকে বিয়ে করেছেন বলে জানা গিয়েছে। আর ঘটনাটি জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই এই নিয়ে পুলিশের কাছে অভিযোগ করেছেন স্থানীয়রা। অভিযুক্ত জানিয়েছেন, স্বপ্নে আল্লাহার আদেশ পেয়েছিলেন, যার জন্যই তিনি এই কাজ করেছেন। তবে এই কাজে অভিযুক্তের স্ত্রীরও মত ছিল বলেই জানা যাচ্ছে।

আরও পড়ুন : ছুটি নেই দীপাবলির রাতেও! কাজ করে মিলল নামমাত্র পারিশ্রমিক, ভাইরাল জোম্যাটো ডেলিভারি বয়ের ভিডিও

কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন, বর্তমানে তার মেয়ে অর্থাৎ স্ত্রী পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। আর এই খবরটি ঘটনাকে আরো জটিল করেছে। স্থানীয়দের কানে এ কথা উঠতেই তারা ওই পরিবারের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ জানায়। পুলিশ এরপর অভিযুক্ত বাবা, তার স্ত্রী এবং পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ শুরু করেছেন। গোটা ঘটনাটি এখন পুলিশের আওতায় রয়েছে। প্রয়োজনে হয়তো আরো জিজ্ঞাসাবাদ করতে পারেন।

West Bengal

যদিও গ্রামবাসীরা এ বিষয়টি নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়ে, কঠোর শাস্তির দাবি তুলেছেন। পাশাপাশি ধর্মীয় সংগঠনগুলি ইসলামি বিশ্বাসের পরিপন্থী বলে তীব্র নিন্দা করেছে। শুধু তাই নয়, একইসাথে স্থানীয় মুসলিম সম্প্রদায়ের নেতারাও এই ঘটনার পরিপ্রেক্ষিতে নিন্দনীয় মন্তব্য করেছেন। পাশাপাশি এই কাজের মধ্যে ধর্মের অবমাননা সামিল হয়েছে বলে দাবি করেছেন তারা। যদিও প্রশাসন এই ঘটনায় তৎপর রয়েছে। এমনকি ঘটনাটির বিরুদ্ধে দ্রুত পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে। বাংলার বুকে এমন ঘটনা সত্যিই কাম্য নয়।

Sunanda Manna
Sunanda Manna

সুনন্দা মান্না, বাংলা হান্টের স্ক্রিপ্ট রাইটার। গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতা করার পর থেকেই সংবাদ মাধ্যমে কাজ শুরু। দেশ থেকে বিদেশ, রাজনীতি, বিনোদন বিভিন্ন তথ্যই আপনাদের কাছে তুলে দেওয়া আমার মূল লক্ষ্য।

সম্পর্কিত খবর