আত্মত্যাগকে শ্রদ্ধা! ‘ওয়ান ‌র‌্যাঙ্ক ওয়ান পেনশন’ পেয়ে উপকৃত ২৫ লক্ষ জওয়ান 

বাংলা হান্ট ডেস্ক : ভারতীয় সেনারাই হলেন দেশের আসল নায়ক। এবিষয়ে কোনো দ্বিমত নেই। ভারতের এই সেনা জওয়ানদের জন্যই বিগত এক দশক ধরে চালু রয়েছে, ‘ওয়ান র‍্যাঙ্ক ওয়ান পেনশন।’ মোদি (Narendra Modi) সরকারের এই প্রকল্পের মাধ্যমে অবসরপ্রাপ্ত প্রাক্তন সেনা-জওয়ানদের জন্য বিশেষ সুবিধা প্রদান করা হয়ে থাকে। দেশের জন্য যাঁরা জীবন উৎসর্গ করছেন তাঁদের প্রতি শ্রদ্ধা জানাতেই এই ‘ওয়ান র‍্যাঙ্ক ওয়ান পেনশন’ প্রকল্প চালু করেছিলেন নরেন্দ্র মোদি (Narendra Modi)।

‘ওয়ান ‌র‌্যাঙ্ক ওয়ান পেনশন’ নিয়ে কি বললেন নরেন্দ্র মোদি (Narendra Modi)?

বৃহস্পতিবার তারই এক দশক পূর্তি উপলক্ষে দিল্লির মানেকশ সেন্টারে অনুষ্ঠিত হয়েছে এক বিশেষ অনুষ্ঠান। এই প্রকল্পের সফলতার কথা জানিয়েই  সোশ্যাল মিডিয়ায় নিজের এক্স হ্যান্ডেল থেকে একটি পোস্ট করেছিলেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। সেখানে তিনি লিখেছেন যাঁরা  দেশের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়েই এই ওয়ান ‌র‌্যাঙ্ক ওয়ান পেনশন প্রকল্প চালু করা হয়েছে’।

সেই সাথে তিনি জানিয়েছেন ভারতীয় সেনাবাহিনীর  সদস্যদের বহুদিন ধরেই এই দাবি ছিল। সেই সাথে মোদির দাবী এই ওয়ান ‌র‌্যাঙ্ক ওয়ান পেনশন প্রকল্পের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ উপকৃত হয়েছেন। অন্যদিকে ভারতীয় সেনা জাওয়ানরাও নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়ে একটি ভিডিও পোস্ট করেছেন।

আরও পড়ুন : সুইসাইড নোটে ‘ফেঁসে যাওয়ার’ কথা কেন লেখেন চিকিৎসক! লজেই আছে রহস্যের জট?

সেখানে উল্লেখ করা হয়েছে কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগে উপকৃত হয়েছেন ২৫ লক্ষ অবসরপ্রাপ্ত জওয়ান। প্রসঙ্গত কেন্দ্রীয় সরকারের এই প্রকল্প ২০১৪ সালে চালু হয়েছিল। সশস্ত্র বাহিনীর প্রবীণদের প্রতি সমতা এবং ন্যায্যতা নিশ্চিত করাই ছিল সরকারি এই প্রকল্প চালু করার মূল উদ্দেশ্য।

এই প্রকল্প অনুসারে একই সময়ে জন্য একই পদে কাজ করে যিনি আগে অবসর নেবেন আর যিনি পরে অবসর নেবেন তাঁদের প্রত্যেকেরই পেনশনের পরিমাণ এক হবে।  আগে অবসরের তারিখ অনুযায়ী, সেনা জওয়ানরা আলাদা আলাদা পেনশন পেতেন।


Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর