কপাল পুড়লো জেল ফেরত কেষ্টর! অনুব্রতকে নিয়ে এবার যা সিদ্ধান্ত নিলেন অভিষেক… শোরগোল

বাংলা হান্ট ডেস্কঃ ক’দিন হল জেল থেকে ঘরে ফিরেছেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। টানা প্রায় দু’বছর রাজনীতি থেকে দূরে থাকলেও জেলায় ফিরেই ট্র্যাকে ফিরেছেন কেষ্ট। দলীয় অনুষ্ঠান থেকে বিজয়া সম্মেলনী, সব মঞ্চেই তার উপস্থিতি নজর কেড়েছে। তবে কেষ্ট জেল থেকে ফেরার পর থেকেই ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। কোর কমিটির কাজল শেখের সঙ্গেও তাকে দেখা যায়নি একবারও। এই পরিস্থিতিতে কেষ্ট ফেরার পর কি ফের তিনিই একচ্ছত্র ক্ষমতার অধিপতি হবেন নাকি কোর কমিটির হাতেই থাকবে যাবতীয় ক্ষমতা এই নিয়ে প্রশ্ন উঠছিল।

এরই মধ্যে শোনা যাচ্ছে বীরভূমের সংগঠনের দিকে এবার বিশেষ নজর দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সভাপতি তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। অভিষেকের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, সাংসদ চাইছেন বীরভূম জেলার সংগঠন কোর কমিটির হাতেই থাকুক। জেলা সভাপতি হিসেবে অনুব্রত মণ্ডল যেন কোর কমিটিকে সঙ্গে নিয়ে চলেন এমনটাই চাইছেন নেতা।

সাম্প্রতিক লোকসভা নির্বাচনে ভালো মতো দায়িত্ব সামলেছে কোর কমিটি। জেলায় বিপুল ভোটের জয়ী হয়েছে তৃণমূল। কোর কমিটির তত্ত্বাবধানে ভোটের ফলাফল ভাল হয়েছে বলেই অভিষেক চাইছেন জেলার সংগঠনের ভার কোর কমিটির উপরেই থাকুক। সূত্রের খবর, বীরভূমের যাবতীয় দায়িত্ব ও ক্ষমতা কোর কমিটির উপর থাক এমনটাই চাইছেন অভিষেক।

প্রসঙ্গত, অনুব্রত জেলে যাওয়ার পর বীরভূমে তৃণমূলের এক কোর কমিটি গড়ে দিয়েছিলেন মমতা। রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ, বিধানসভার উপাধ্যক্ষ আশিস বন্দ্যোপাধ্যায়, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ, সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী, জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ এবং তৃণমূল নেতা সুদীপ্ত ঘোষকে নিয়ে গঠিত হয় সেই কমিটি।

Anubrata Mondal message to Trinamool Congress workers

আরও পড়ুন: ‘আপনি কার হয়ে মামলা লড়ছেন?’, বিরক্ত! আর জি কর শুনানিতে কেন একথা বললেন প্রধান বিচারপতি?

লোকসভা ভোটের মুখে প্রথমে ৫ সদস্যের কোর কমিটি তৈরি করে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অনুব্রত ঘনিষ্ঠদেরই সেখানে প্রভাব অধিক ছিল। পারে অবশ্য অনুব্রত বিরোধী হিসেবে পরিচিত কাজল শেখকেও কমিটিতে নেওয়া হয়। গরু পাচার মামলায় প্রায় দু’বছর জেলে ছিলেন অনুব্রত (Anubrata Mondal)। সেই সময়ের মধ্যে অনুব্রতর ‘চেয়ার’ কাউকে না দিলেও সব ক্ষমতা ছিল কোর কমিটির হাতেই। কেষ্ট জেল থেকে ফেরত এলেও এখনও সেই কোর কমিটি রয়েছে।

ad

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর