বাংলা হান্ট ডেস্কঃ বিপাকে পার্থ চট্টোপাধ্যায়! এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam) ২০২২ সালে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) গ্রেফতার করে ইডি। পরে একই মামলাতে তাকে গ্রেফতার করে সিবিআই। এদিকে সম্প্রতি প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রীকে গ্রেফতার করেছে সিবিআই। এবার সেই মামলাতেই পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে জোরাল তথ্য প্রমাণ আদালতে পেশ করতে তৎপর কেন্দ্রীয় সংস্থা।
গত মঙ্গলবার সিবিআই বিশেষ আদালতে এই মামলায় জামিনের জন্য আবেদন জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। ১৩ নভেম্বর এই সংক্রান্ত মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে বিচারকের কাছে তিন সাক্ষীর গোপন জবানবন্দি করাতে আইনি প্রক্রিয়া শুরু করে দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ওই তিন সাক্ষী আদালতে গোপন জবানবন্দি দিতে রাজি হয়েছেন বলে সূত্রের খবর।
এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২ সালের ২২ জুলাই মাসে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি। তারপর থেকেই প্রাক্তন মন্ত্রীর ঠিকানা প্রেসিডেন্সি জেল। সেবছর জুলাই মাসেই পার্থর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জ ও বেলঘরিয়ার ফ্ল্যাটে হানা দিয়ে নগদ প্রায় ৫০ কোটি টাকা সহ কেজি কেজি সোনার গয়না উদ্ধার করে তদন্তকারী সংস্থা। কাঁড়ি কাঁড়ি টাকার পাহাড় উদ্ধারের পর গ্রেফতার করা হয় অর্পিতাকেও।
নিয়োগ দুর্নীতি মামলায় ইডির পাশাপাশি পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ আনে সিবিআইও। এসএসসিতে নিয়োগের মামলায় সিবিআই-ও পরবর্তী সময়ে গ্রেফতার করে পার্থ-অর্পিতাকে দুজনকেই। দীর্ঘ এই সময়ের মধ্যে বহুবার জামিনের আবেদন জানিয়েছেন পার্থ-অর্পিতা দুজনেই। কিন্তু সুরাহা হয়নি। একাধিকবার ‘প্রভাবশালী’ তত্ত্বে পার্থর জামিনের আবেদন খারিজ হয়েছে।
আরও পড়ুন: কিছুতেই DA বাড়াচ্ছে না রাজ্য! এবার বড় পদক্ষেপ রাজ্য সরকারি কর্মীদের, চাপে সরকার?
এদিকে অক্টোবর মায়েই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলাতেও গ্রেফতার হয়েছেন পার্থ। পার্থকে গ্রেফতার করার আবেদন জানিয়ে কেন্দ্রীয় এজেন্সি আদালতে জানিয়েছিল, গত দুই বছর ধরে তারা প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত করছিল, সেখানে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর জড়িত থাকার বিষয়টি উঠে এসেছে। এরপরই Shown Arrest দেখানোর জন্য আবেদন জানানো হলে তা মঞ্জুর করে আদালত। সম্প্রতি সেই মামলাতে জামিনের আবেদন জানিয়েছেন পার্থ। তবে এরই মধ্যে কোমর বেঁধে ময়দানে নামল সিবিআই।