‘পুজো কমিটি ভাবছে তারা ভগবানের থেকেও বড়,’ কড়া পর্যবেক্ষণ হাইকোর্টের প্রধান বিচারপতির

বাংলা হান্ট ডেস্কঃ বিশেষভাবে সক্ষম শিশুদের স্কুলের সামনে রাস্তা জুড়ে হয়েছে জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেল। জায়গা দখল করেই হয়েছে সেই প্যান্ডেল। উচ্চস্বরে বাজানো হচ্ছে স্পিকার। গোটা পরিস্থিতি সম্পর্কে উদাসীন পুজো কমিটি। এই নিয়েই মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। এদিন প্রধান বিচারপতি (Chief Justice Calcutta High Court) টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে মামলা উঠলে কড়া প্রতিক্রিয়া জানানো হয়।

পর্যবেক্ষণে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানায়, রাস্তা জোড়া করে পুজো করে পুজো কমিটি ভাবছে তারা ভগবানের থেকেও বড়। পুজো কমিটিকে উদ্দেশ্য করে প্রধান বিচারপতি বলেন, ওখানে বিশেষভাবে সক্ষমদের জন্য় একটি স্কুল রয়েছে। যেহেতু ওই শিশুরা বিশেষভাবে সক্ষম তাই আপনাদের পুজো কমিটির সেটা নিয়ে ভাবনার দরকার ছিল।

ক্ষোভের সুরে বিচারপতি বলেন, ‘আমরা দেখছি ভগবানের মূর্তির জায়গায় আপনাদের কমিটির সদস্যদের ছবি রয়েছে। কমিটি ভাবছে তারা ভগবানের থেকেও বড়। সভাপতি ভাবছেন তিনি মূর্তির থেকেও বড়। এগুলো ইগো। ওই এলাকার মানুষদের প্রতি আপনার কিছু সম্মান থাকা দরকার।’ মন্তব্য চিফ জাস্টিসের।

High Court

আরও পড়ুন: আর পালাবার পথ নেই সন্দীপের! CBI পেয়ে গেল সব কল রেকর্ড, RG Kar কান্ডে নয়া মোড়?

কেবল জগদ্ধাত্রী পুজো নয়, মামলাকারী আদালতে জানায় সারা বছর ধরেই কিছু না কিছু উপলক্ষ্যে এলাকার রাস্তার অংশ দখল চলে। লাউডস্পিকার বাজানো হয়। যদিও পাল্টা পুজো কমিটি জানায়, তারা সিঙ্গল বেঞ্চের কাছ থেকে অনুমতি নিয়েই পুজো করছে। পুজোর সময় লাউডস্পিকার বাজানো হচ্ছে না বলেও জানানো হয়। এরপরই আবেদন খারিজ করে দেয় আদালত। প্রধান বিচারপতির বেঞ্চের মন্তব্য, সময় একক বেঞ্চের রায় পুরোপুরি মেনে চলা উচিৎ। এমন কিছু যাতে না করা হয় যাতে এলাকার মানুষের অসুবিধা না হয় পুজো কমিটিকে নির্দেশ ডিভিশন বেঞ্চের

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর