বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে WhatsApp ব্যবহার করেন না এমন ব্যক্তি রীতিমতো খুঁজে পাওয়াই মুশকিল। কর্মক্ষেত্র থেকে শুরু করে চ্যাটিং প্রতিটি ক্ষেত্রেই WhatsApp বহুল পরিমাণে ব্যবহৃত হয়। শুধু তাই নয়, বিভিন্ন নথি, ছবি এবং ভিডিও পাঠানোর ক্ষেত্রেও এই ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপের জুড়ি মেলা ভার। তবে, WhatsApp ব্যবহার করার ক্ষেত্রে ব্যবহারকারীদের মাথায় রাখতে হয় বেশ কিছু নিয়ম। যেগুলি মেনে না চললে পড়তে হয় বড় বিপদে।
WhatsApp-এ ভিডিও শেয়ার করার আগে জেনে রাখুন এই নিয়ম:
শুধু তাই নয়, এমন কিছু ভিডিও রয়েছে যেগুলি WhatsApp-এ পাঠানো সম্পূর্ণ নিষিদ্ধ। এই নিয়ম না মানলে যেতে হতে পারে জেলে পর্যন্ত। হ্যাঁ, প্রথমে এটা পড়ে অবাক হয়ে গেলেও বিষয়টি কিন্তু একদমই সত্যি। বর্তমান প্রতিবেদনে আজ আমরা এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করব। এমতাবস্থায় চলুন জেনে নিন কোন কোন ভিডিও WhatsApp-এ পাঠালে ব্যবহারকারীরা পড়তে পারেন বিপদে।
গর্ভপাত সংক্রান্ত ভিডিও: জানিয়ে রাখি যে, ভারতে গর্ভপাত আইনত অপরাধ। এমন পরিস্থিতিতে, ভুল করেও বাড়িতে গর্ভপাতের ভিডিও WhatsApp-এ কাউকে পাঠাবেন না। এর পাশাপাশি গর্ভপাতের ঘরোয়া প্রতিকার দেখানো কোনও ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন না। এমনকি গর্ভপাতের ওষুধ সেবন সম্পর্কিত ভিডিও পর্যন্ত শেয়ার করবেন না। অন্যথায় আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। মেডিক্যাল টার্মিনেশন অফ প্রেগন্যান্সি অ্যাক্ট ১৯৭১ অনুসারে, গর্ভপাত অবৈধ বলে বিবেচিত হয় এবং যারা এটি করে তাদের ৩ থেকে ৭ বছরের জেল হতে পারে।
শেয়ার মার্কেট সংক্রান্ত ভুল পরামর্শ: আপনি যদি একজন সার্টিফায়েড শেয়ার মার্কেট বিশেষজ্ঞ না হন, তাহলে কাউকেও WhatsApp মারফত অনলাইনে শেয়ার কেনার পরামর্শ দেবেন না বা ইনসাইডার ট্রেডিং-এর মতো অবৈধ কার্যকলাপে লিপ্ত হবেন না। এটি SEBI-র নিয়মের লঙ্ঘন হিসাবে বিবেচিত হয় এবং এটি করার জন্য আপনার জরিমানা বা এমনকি জেলও হতে পারে।
আরও পড়ুন: একের পর এক ঝটকা! আয় কমার পর এবার এক ধাক্কায় ৪.২ লক্ষ কোটি টাকা উধাও হল আম্বানির
ফেক নিউজ ছড়াবেন না: WhatsApp-এ অনেক সময় বিভিন্ন ভুয়ো খবর ছড়িয়ে পড়ে। যেগুলিকে সঠিকভাবে যাচাই না করে শেয়ার করা আইনত অপরাধ হিসেবে বিবেচিত হয়। শুধু তাই নয়, এই ভুলের জন্য জেলের সাজা পর্যন্ত ভুগতে হতে পারে। তাই, কোনও খবর WhatsApp-এ শেয়ার করার আগে সেটি আদৌ সত্য কিনা তা যাচাই করে নিন। কারণ দেখা গেছে যে WhatsApp মারফত ছড়িয়ে পড়া ভুয়ো খবরের জেরে দাঙ্গা পর্যন্ত ঘটেছে।
আরও পড়ুন: নিয়েছেন ২,৫১৬ টি উইকেট! ৪২ বছর বয়সে প্রথমবার IPL-এ এন্ট্রি নিতে চলেছেন কিংবদন্তি ক্রিকেটার
অশ্লীল ভিডিও শেয়ার করবেন না: WhatsApp-এ অশ্লীল ভিডিও এবং ছবি পাঠানো থেকে বিরত থাকুন। নাহলে এর জন্য আপনাকে জেলে যেতে হতে পারে। আসলে, ভারতে চাইল্ড পর্নোগ্রাফি নিষিদ্ধ। তাই, এই ধরণের কোনও ভিডিও বা ছবি পাঠানোকে অপরাধের আওতায় রাখা হয়েছে।