ফের বিবাদ টেলিপাড়ায়, থমকে ৩ টি সিরিয়ালের শুটিং! হাত কামড়াতে হবে দর্শকদের?

বাংলাহান্ট ডেস্ক : টেলিভিশনে দর্শকরাই লক্ষ্মী। দর্শক দেখলেই বাড়ে টিআরপি। সেই সঙ্গে বাড়ে সিরিয়ালের (Serial) স্থায়িত্ব। আর টিআরপি কমলে যে কী হয় তা তো সকলেরই জানা। টিআরপির অভাবে একের পর এক সিরিয়াল বন্ধ হতে দেখেছেন দর্শক। বর্তমানে অধিকাংশ ধারাবাহিকই টেনেটুনে ৩-৪ মাস চলার পরই বিদায় নিচ্ছে চ্যানেল থেকে। তাই এবার ভেবেচিন্তেই বদল আনা হচ্ছে সিরিয়ালের (Serial) ধরণে।

ফের বন্ধ সিরিয়ালের (Serial) শুটিং

বর্তমানে যে সিরিয়াল (Serial) গুলি টিআরপি তালিকা কাঁপাচ্ছে তার মধ্যে বেশিরভাগই এক বছর পূর্ণ করে ফেলেছে। তবে নতুন সিরিয়ালগুলির (Serial) ক্ষেত্রে দেখা যাচ্ছে ব্যতিক্রম। একে তো টিআরপি তোলার হিড়িক, তার মধ্যে আবার নিত্যনতুন বিবাদ লেগেই রয়েছে টেলিপাড়ায়। যার জেরে ফের তিনটি সিরিয়ালের শুটিং বন্ধ হয়ে গিয়েছে বলে খবর।

আরো পড়ুন : যেন ডানা কাটা পরী! উপচে পড়ছে গ্ল্যামার, বলিউড থেকে সাউথ ফিল্মে আলোড়ন ফেলেছেন দক্ষিণের দিব্যা ভারতী

ফেডারেশনের সঙ্গে বিবাদ চ্যানেলের

যেমনটা জানা যাচ্ছে, ফেডারেশনের সঙ্গে চ্যানেলের সংঘাতের জন্যই নাকি থমকে গিয়েছে সিরিয়ালের (Serial) শুটিং। কথা হচ্ছে কালার্স বাংলা চ্যানেলের ব্যাপারে। এই চ্যানেলেই শুরু হতে চলেছে তিনটি নতুন সিরিয়াল, যেখানে মেগার ছক ভেঙে প্রতিটিতেই থাকছে ১০০ টি করে পর্ব। শোনা যাচ্ছে, এই তিনটি সিরিয়ালেরই (Serial) শুটিং থমকে গিয়েছে। পুজোর আগে শুটিং শুরু হলেও দীপাবলির সময় কিছুদিন শুটিং বন্ধ রাখা হয়েছিল। কিন্তু চ্যানেল এবং ফেডারেশনের বিবাদের জন্য নাকি সেই শুটিং আর শুরুই হয়নি।

আরো পড়ুন : ফুলের তোড়া নিয়ে মহানায়িকার পায়ের কাছে বসেছিলেন রাজ কাপুর, পত্রপাঠ তাঁকে বিদায় করেন সুচিত্রা সেন! কেন?

কোন সিরিয়াল পড়েছে বিপাকে?

জানা যাচ্ছে, এই তিনটি সিরিয়াল (Serial) আদৌ ধারাবাহিক নাকি সিরিজ তা নিয়েই শুরু হয়েছে বিবাদ। পর্ব সংখ্যা যেহেতু কম তাই একে সিরিজ বলা হচ্ছে ফেডারেশনের তরফে। অন্যদিকে চ্যানেলের দাবি, এগুলি সিরিয়াল (Serial)। কারণ তিনটিই সম্প্রচারিত হবে ছোটপর্দায়। এই বিবাদের জেরেই নাকি বন্ধ হয়ে রয়েছে শুটিং।

Serial

বিষয়টা যে সত্যি তাতে শিলমোহর দিয়েছেন তিনটি সিরিয়ালের পরিচালক প্রযোজকরা। দ্বিতীয় সিরিয়ালের প্রযোজক সৌরভ চক্রবর্তী জানান, বিগত দুদিন ধরেই বন্ধ রয়েছে সিরিয়ালগুলির শুটিং। তবে শনিবারের আলোচনা থেকেই সমাধান সূত্র বেরিয়ে আসবে বলে আশাবাদী সকলে।


Niranjana Nag
Niranjana Nag

সম্পর্কিত খবর