বাংলা হান্ট ডেস্ক : সকাল সকাল বিকট শব্দে কেঁপে উঠল শালিমার স্টেশন সংলগ্ন এলাকা। ঘড়ির কাঁটায় তখন সবে সাড়ে পাঁচটা। এমন সময় শালিমার স্টেশনের দিকে যাওয়ার সময় ভয়ংকর দুর্ঘটনার (Train Accident) মুখে পড়ে ডাউন শালিমার সেকেন্দ্রাবাদ সাপ্তাহিক এক্সপ্রেস। সাত সকালে ঘটে যাওয়া এই রেল দুর্ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকাবাসী।
সাত সকালে হাওড়ার শালিমার স্টেশনে ট্রেন দুর্ঘটনা (Train Accident)
রেলসূত্রে খবর দক্ষিণ পূর্ব রেলের নলপুর স্টেশনের কাছেই আচমকা লাইনচ্যুত (Train Accident) হয়ে যায় এই ডাউন শালিমার সেকেন্দ্রাবাদ সাপ্তাহিক এক্সপ্রেস। সূত্রের খবর এক নম্বর লাইন থেকে যাওয়ার কথা থাকলেও ওই এক্সপ্রেস ট্রেনটি ভুলবশতই দু’নম্বর লাইনে চলে আসে। আর তার ফলেই এমন ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা (Train Accident) ঘটে যায়।
জানা যাচ্ছে ইতিমধ্যেই এই দুর্ঘটনার তদন্ত শুরু করেছে দক্ষিণ পূর্ব রেল কতৃপক্ষ। যদিও গতি কম থাকার কারণে ভয়ংকর বিপদ থেকে রক্ষা মিলেছে বলেই মনে করা হচ্ছে। রেল সূত্রের খবর ট্রেনটি অন্য লাইনের ওপর উঠে যাওয়ায় মোট তিনটি বগি একেবারে ছিটকে গিয়েছে। এই দুর্ঘটনায় ব্যাপকভাবে ব্যাহত হয়েছে হাওড়া দক্ষিণ পূর্ব শাখা রেল চলাচল।
আরও পড়ুন : ‘পাখির মতো অল্প সময়ের জন্য এসেছি’! বিদায়ী ভাষণে আবেগপ্রবণ ডিওয়াইওয়াই চন্দ্রচূড়
চলতি বছরে একের পর এক রেল দুর্ঘটনায় প্রাণ গিয়েছে অসংখ্য রেল যাত্রীদের। জানা যাচ্ছে, দক্ষিণ-পূর্ব শাখায় ২২৮৫০-টি দুর্ঘটনার মুখে পড়েছে। এটি একটি সাপ্তাহিক ট্রেন যা প্রত্যেক শুক্রবার সেকেন্দ্রবাদ থেকে ছাড়ে। নিয়মমাফিক সময়েই গতকালও এই ট্রেনটি শালিমার স্টেশনের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। সকাল ছ’টা বেজে ৭ মিনিট নাগাদ শালিমার স্টেশনে পৌঁছানোর কথা ছিল।
কিন্তু তার আগেই হাওড়ার নলপুর স্টেশনের কাছে ট্রেন লাইনচ্যুত হয়ে যায়। জানা যাচ্ছে এদিন ট্রেনের পার্সেল বকি ও দুটি যাত্রীবাহী ভ্যান লাইনচ্যুত হয়েছে। তবে ট্রেনের গতি কম থাকার কারণে ভয়ংকর বিপদ এড়ানো গিয়েছে বলেই দাবি রেল কর্তৃপক্ষের। তবে এমন সাতসকালে রেল দুর্ঘটনার ঘটনা ঘটায় বেশ আতঙ্কের মধ্যেই রয়েছেন এলাকাবাসী। ইতিমধ্যেই দুর্ঘটনার কারণ জানতেগোটা বিষয়টা খতিয়ে দেখছেন রেল কর্তৃপক্ষ। দুর্ঘটনার খবর মিলতেই ছুটে আসেন রেলের ইঞ্জিনিয়ার আরপিএফ এবং জিআরপি ও। তবে এখনও পর্যন্ত এই রেল দুর্ঘটনার কারণ স্পষ্ট নয়।