বাংলা হান্ট ডেস্ক: জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলিতে পাকিস্তানকে (Pakistan) তীব্র তিরস্কার করেছে ভারত। পাশাপাশি, ভারত বলেছে যে কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের মিথ্যে বিবৃতি দেওয়া এবং মিথ্যে ছড়ানো বন্ধ করা উচিত। কারণ এটি সত্য পরিবর্তন করবে না। শুধু তাই নয়, জাতিসংঘে ভারত তার প্রতিবেশী দেশ পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ ছড়ানোর কড়া সমালোচনা করেছে।
পাকিস্তানকে (Pakistan) তীব্র ভর্ৎসনা ভারতের:
জাতিসংঘে মহাসভার স্পেশাল পলিটিক্যাল অ্যান্ড ডিকলোনাইজেশন (চতুর্থ কমিটি) শান্তিরক্ষা কার্যক্রম নিয়ে আলোচনা চলাকালীন, বিজেপির রাজ্যসভার সাংসদ সুধাংশু ত্রিবেদী বলেছেন যে পাকিস্তানকে মিথ্যে ছড়ানো বন্ধ করতে হবে।
পাকিস্তানের মিথ্যেতে বাস্তব বদলাবে না: সুধাংশু ত্রিবেদী বলেন, সম্প্রতি জম্মু ও কাশ্মীরে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হয়েছে। জনগণ তাঁদের অধিকার প্রয়োগ করেছেন এবং নতুন সরকারকে নির্বাচিত করেছেন। পাকিস্তানের (Pakistan) উচিত মিথ্যে বিবৃতি ও মিথ্যাচার থেকে বিরত থাকা। কারণ এতে সত্যের পরিবর্তন হবে না।
আরও পড়ুন: মঙ্গল গ্রহে ৩.৪২ বিলিয়ন বছরের পুরনো মহাসাগর খুঁজে পেল চিনের রোভার! বিজ্ঞানীরা জানালেন অবাক করা তথ্য
তিনি আরও জানান যে, “জাতিসংঘের এই মর্যাদাপূর্ণ ফোরামটি এমন বিভ্রান্তিকর কথা উল্লেখ করার জন্য ব্যবহার করা যাবে না।” জানিয়ে রাখি যে, জাতিসংঘে পাকিস্তানের (Pakistan) প্রতিনিধি কাশ্মীর ইস্যু উত্থাপন করে বিষয়টি অন্য দিকে ঘোরানোর চেষ্টা করেন। এমতাবস্থায় সুধাংশু ত্রিবেদী জানান, “ভারতের তরফে রাইট অফ রিপ্লাই ব্যবহার করে, আমি স্পষ্টভাবে বলেছি যে জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং থাকবে।”
আরও পড়ুন: বিয়ের দু’বছর পর এল “গুড নিউজ”! বাবা-মা হতে চলেছেন রাহুল-আথিয়া, শুভেচ্ছার বন্যা সোশ্যাল মিডিয়ায়
জাতিসংঘে মহাসভায় পাকিস্তান কি জানিয়েছে: তিনি জানান যে, এটি প্রধানমন্ত্রী মোদীর শক্তিশালী বিদেশ নীতির ফল। যা আন্তর্জাতিক মঞ্চে ভারতকে শক্তিশালী করে তুলছে। এদিকে, জাতিসংঘে শান্তিরক্ষা কার্যক্রমের বিষয়ে আলোচনার সময়ে পাকিস্তানের প্রতিনিধি অপ্রয়োজনীয়ভাবে উল্লেখ করেন যে, পাকিস্তানের (Pakistan) শান্তি রক্ষাকারীদের সাথে অংশীদারিত্ব ১৯৪৮ সালে জম্মু-কাশ্মীরের বিতর্কিত অঞ্চলে জাতিসংঘ কর্তৃক শান্তিরক্ষীদের মোতায়েনের সময় থেকে শুরু হয়েছে। এর জবাবে ভারতের পক্ষ থেকে সুধাংশু ত্রিবেদী পাকিস্তানকে তীব্র ভর্ৎসনা করেন।