বাংলাহান্ট ডেস্ক : ভারতের বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাংক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শাখা রয়েছে দেশের বিভিন্ন প্রান্তে। কোটি কোটি গ্রাহক নিয়ে স্টেট ব্যাংক দেশের সবথেকে বৃহত্তম আর্থিক পরিষেবা প্রদানকারী সংস্থা। সব ধরনের গ্রাহকদের কথা মাথায় রেখে মাঝেমধ্যে বিভিন্ন প্রকল্প লঞ্চ করে স্টেট ব্যাংক।
গত কয়েক বছরে বেশ কয়েকটি লাভজনক স্কিম (Scheme) নিয়ে আসা হয়েছে এই ব্যাংকের তরফ থেকে। যদি আপনার স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট থাকে তাহলে প্রতি মাসে বাড়ি বসে রোজগার করতে পারেন ১৮ হাজার টাকা! শুনতে অবিশ্বাস্য লাগলেও এমনই একটি প্রকল্প নিয়ে এসেছে এসবিআই (State Bank of India)।
SBI Annuity Diposit Scheme বিবরণ
অ্যানুউনিটি ডিপোজিট স্কিম (SBI Annuity Diposit Scheme) লঞ্চ করে সাড়া ফেলে দিয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এই প্রকল্পের অধীনে গ্রাহকদের দেওয়া হচ্ছে একাধিক সুবিধা। নিশ্চিত বিনিয়োগের মাধ্যমে হিসাবে বিনিয়োগকারীরা বেছে নিতে পারেন স্টেট ব্যাংকের অ্যানুউনিটি ডিপোজিট স্কিম (SBI Annuity Diposit Scheme)।
আরোও পড়ুন : রাজ্যে আরও বাড়ছে পেঁয়াজের দাম! কত টাকায় বিকোবে আগামী সপ্তাহ থেকে? মাথায় হাত মধ্যবিত্তের
অ্যানুউনিটি ডিপোজিট স্কিমে (SBI Annuity Diposit Scheme) একবার টাকা বিনিয়োগ করলে প্রতি মাসে থাকবে রোজগারের সুবিধা। ৩ বছর থেকে ১০ বছর, অর্থাৎ ৩৬ মাস, ৬০ মাস এবং ৮৪ মাস বা ১২০ মাসের বিনিয়োগ বিকল্প বেছে নেওয়ার সুবিধা রয়েছে। এই প্রকল্পে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা আপনাকে জমা করতে হবে। তারপর প্রতিমাসে আপনাকে দেওয়া হবে নিশ্চিত রিটার্ন।
ফিক্সড ডিপোজিটের মতো এই প্রকল্পেও আপনাকে প্রতি মাসে দেওয়া হবে সুদের টাকা। কেন্দ্রীয় সরকারের অধীনস্থ স্টেট ব্যাঙ্কে টাকা বিনিয়োগ করলে সুরক্ষার পাশাপাশি থাকছে নিশ্চিত রিটার্নের গ্যারান্টি। এই প্রকল্প সম্পর্কে আরো বিশদে জানার জন্য ভিজিট করতে পারেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইট অথবা যোগাযোগ করতে পারেন আপনার স্থানীয় স্টেট ব্যাংকের শাখায়।