বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের স্বাস্থ্য-পরিকাঠামোর থেকে চিকিৎসা ব্যবস্থার বিরুদ্ধে বরাবরই উঠে আসে ভুরি-ভুরি অভিযোগ। ইতিপূর্বে একাধিকবার রাজ্যের চিকিৎসকদের (Doctor) বিরুদ্ধে উঠেছে চিকিৎসা ক্ষেত্রে গাফিলতির অভিযোগ। এবার প্রকাশ্যে এল আরও এক চিকিৎসকের (Doctor) চরম উদাসীনতার ছবি। পূর্ব বর্ধমানের মেমোরিতে এক চিকিৎসকের (Doctor) বিরুদ্ধে উঠেছে চিকিৎসায় চরম গাফিলতির অভিযোগ।
চিকিৎসকের (Doctor) বিরুদ্ধে চরম উদাসীনতার অভিযোগ
হাতের ব্যথা নিয়েই ডাক্তারবাবুর কাছে হাজির হয়েছিলেন এক রোগী। কিন্তু হাতের সমস্যা নিয়ে আ,সা ওই রোগীর প্রেসক্রিপশনে ‘ভুল করে’ হাতের বদলে পায়ের এক্সরে লিখে ফেলেন চিকিৎসক। ব্যাস ডাক্তারবাবুর এই ছোট্ট একটা ভুলেই নাজেহাল অবস্থা রোগীর।
সম্প্রতি এমনই অভিযোগ উঠেছে মেমারি গ্রামীণ হাসপাতালের একজন চিকিৎসকের বিরুদ্ধে। প্রশ্ন উঠছে একজন চিকিৎসক যদি এমন উদাসীন ভাবে চিকিৎসা করে তাহলে মুমূর্ষু রোগীদের কি হবে? সম্প্রতি মেমারিএ চিকিৎসকের এই চরম উদাসীনতার ঘটনা সামনে আসার পর থেকেই এই প্রশ্ন তুলছেন রোগীরা।
ঠিক কি ঘটেছিল সেদিন? জামালপুর থানার অন্তর্গত আঝাপুর গ্রামের বাসিন্দা কৌশিক চ্যাটার্জীর অভিযোগ তিনি বুধবার রাতে হাতের ব্যথা নিয়ে মেমারি গ্রামীণ হাসপাতালের এমার্জেন্সি বিভাগে চিকিৎসা করাতে এসেছিলেন। তাকে দেখে প্রেসক্রিপশনও লিখে দিয়েছিলেন ডাক্তারবাবু। সেই সাথে বলে দিয়েছিলেন হাতের একটি এক্স-রে করিয়ে নেওয়ার কথাও। এই পর্যন্ত সব ঠিকই ছিল।
আরও পড়ুন: পোশাক খুলে ‘হট নাচ’ দেখানোর আবদার! শিল্পীদের কুপ্রস্তাব সাথে মারধোর, গ্রেফতার ২
কিন্তু পরদিন এক্স-রে করানোর জন্য টেকনিশিয়ান এর কাছে যেতেই চোখ কপালে ওঠে ওই রোগীর। অভিযোগ পরের দিন কৌশিকবাবু হাতের এক্স-রে করানোর জন্যই টেকনিশিয়ানের কাছে গিয়েছিলেন। কিন্তু একি কান্ড! কৌশিকবাবু দেখেন কর্তব্যরত টেকনিশিয়ান আচমকাই তার হাতের বদলে এগিয়ে আসছেন পায়ের দিকেই।
তারপরেই টেকনিশায়ন যখন হাতের বদলে পায়ের এক্সরে করতে যান, ঠিক তখনই কৌশিকবাবু বাধা দিয়ে জানান তার পায়ে নয় হাতে ব্যথা। কিন্তু টেকনিশিয়ান জানান প্রেসক্রিপশনের স্পষ্ট লেখা রয়েছে পায়ের এক্স-রে করানোর কথা। তারপরে কৌশিকবাবু আবার এমারজেন্সি বিভাগে গিয়ে আরও একটি প্রেসক্রিপশন করিয়ে নিয়ে আসেন। তবে সেই সাথে ওই ব্যক্তি জানিয়েছেন এমন গাফিলতির জন্য হাসপাতালের উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে ওই চিকিৎসকের বিরুদ্ধে কর্তব্যে উদাসীনতার অভিযোগ জানাবেন।