শুটিং এর ফাঁকে রোম্যান্স রাজকুমার – পএলেখার

 

বাংলা হান্ট ডেস্ক :অভিনেত্রী পত্রলেখার সঙ্গে সম্পর্কের কথা সবাই জানে। নিজেদের সম্পর্ক কে কোনওদিনই লুকিয়ে রাখেননি রাজকুমার রাও। সম্প্রতি একটি বিজ্ঞাপনের শুটিং করতে গোয়ায় গিয়েছিলেন দুজন। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করেছেন রাজকুমার।

7f729 img 20190629 wa0017

বিজ্ঞাপনের শ্যুটে বেশ হাসিখুশি মেজাজে দেখা গেল রাজকুমার ও পত্রলেখাকে।

গোয়ার সমুদ্রসৈকতে ডিনার ডেটের। ছবিটি শেয়ার করে রাজকুমার লিখেছেন “গোয়ায় শেষ দিন।”

সম্পর্কিত খবর