বাংলাহান্ট ডেস্ক: স্বপ্ন (Dream) দুই প্রকারের হয় একটা জেগে স্বপ্ন দেখা আর একটা ঘুমিয়ে স্বপ্ন দেখা। জেগে জেগে স্বপ্ন দেখতে গেলে করতে হয় বিপুল পরিশ্রম। আর ঘুমিয়ে যে স্বপ্ন আমরা দেখি তার সঙ্গে রয়েছে জড়িয়ে অন্য কাহিনী। স্বপ্নশাস্ত্র বলছে ঘুমিয়ে আমরা যে সমস্ত স্বপ্ন দেখি সেগুলি আমাদের শুভ অশুভর ইঙ্গিত দিয়ে দেয়। এমনকি এই স্বপ্নের মাধ্যমেই আপনারা বুঝতে পারবেন আপনার কোটিপতি দশা নাকি ভিখারি দশা শুরু হচ্ছে।
স্বপ্নে (Dream) কি সাপ দেখেছেন?
এরমধ্যে স্বপ্নের (Dream) মধ্যে সাপ দেখাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। স্বপ্নশাস্ত্র অনুসারে সাপ হচ্ছে, অর্থ ধনসম্পত্তির বাহক। পাশাপাশি সুখ সমৃদ্ধির রক্ষক। তবে স্বপ্নে সাপ দেখার নির্দিষ্ট বৈশিষ্ট্য রয়েছে। সেইভাবেই সাপ দেখলে আপনার জীবনে খারাপ কিনা ভালো হবে তা বোঝা যাবে। স্বপ্নে কিভাবে সাপ দেখলে কি হয় জেনে নিন:
১) সাপ দংশন করছে: স্বপ্নে (Dream) যদি দেখেন আপনাকে সাপ দংশন করতে আসছে তাহলে ভেবে নিন অত্যন্ত অশুভ ইঙ্গিত। স্বপ্নশাস্ত্রে অনুসারে, এর মাধ্যমে আপনাকে বুঝতে হবে জীবনে কোন বিরাট বিপদ আসতে চলেছে। এতে করে আপনার জীবনের ক্ষতি হবার আশঙ্কাও রয়েছে।
২) পায়ের উপর সাপ: স্বপ্নশাস্ত্র অনুসারে, আপনি যদি স্বপ্নে (Dream) পায়ের উপর সাপ পড়তে দেখেন তাহলে খুবই ভালো। আগামী দিনে আপনার হাতে মুঠো মুঠো টাকা পয়সা আসবে। আর্থিক সংকট দূর হয়ে যাবার ইঙ্গিত দিচ্ছে এই স্বপ্ন।
৩) সাপ উড়ে যাচ্ছে: স্বপ্নে যদি সাপ উড়ে যাচ্ছে দেখেন তাহলে সাবধান। এতে করে বুঝতে হবে জীবনে কালসর্প যোগ তৈরি হচ্ছে।
৪) সাপ ও বেজির লড়াই: স্বপ্নে (Dream) সাপ ও বেজির লড়াই দেখা মানেই জীবনে নেমে আসতে চলেছে ঘোরতর সংকট। এতে করে বুঝতে হবে আপনার সংসারের গৃহদেবতা রুষ্ট হয়েছেন। যার ফলে সংসারে অশান্তি কিংবা সর্বনাশ হতে পারে।
আরও পড়ুন: লিঙ্গ পরিবর্তন করলেন ভারতের এই তারকা ক্রিকেটারের সন্তান! আরিয়ান থেকে হলেন অনায়া
৫) সাদা সাপ: এছাড়াও সাপের রঙের উপরও গুরুত্ব দেওয়া হয়েছে। যদি স্বপ্নে কখনো সাদা সাপ দেখেন তাহলে আকস্মিক ধন প্রাপ্তি যোগ লাগতে পারে বলেই প্রচলিত বিশ্বাস রয়েছে।
৬) কালো সাপ: আবার কালো সাপকেও স্বপ্নে দেখা শুভ ইঙ্গিত বলে মনে করা হয়। প্রচলিত বিশ্বাস অনুসারে, স্বপ্নে কালো সাপ দেখলে চাকরিতে পদোন্নতি যোগ তৈরি হয়, পাশাপাশি বেতন বৃদ্ধিরও যোগ রয়েছে।
আরও পড়ুন: মোক্ষম জবাব পাবে চিন-পাকিস্তান! এবার রাশিয়ার সহায়তায় শত্রুদের দাদাগিরি খতম করবে ভারত
৭) সবুজ সাপ: স্বপ্নে (Dream) যদি সবুজ সাপ দেখেন তাহলে বুঝুন আপনার জীবনে কোন সুসংবাদ আসতে চলেছে। এমনকি বেকারত্ব ঘুচে গিয়ে জীবনে নতুন চাকরির উৎস তৈরি হতে পারে। আর যদি আপনি ব্যবসায়ী হয়ে থাকেন আর এই স্বপ্ন দেখেন তাহলে আপনার ব্যবসা বৃহৎ বিস্তৃতি লাভ করবে।
৮) একাধিক সাপ: কখনো যদি একাধিক সাপের স্বপ্ন আসে তাহলে বুঝে নিন আপনার জীবনের নিশ্চিত খারাপ কিছু ঘটতে চলেছে। তাই আগামী দিনগুলোতে আপনাকে সতর্ক হয়ে চলতে হবে।