সাহিত্যিক সন্তোষ রানা প্রয়াত

 

বাংলা হান্ট ডেস্ক: সাহিত্যিক সন্তোষ রানা আজ সকাল ৬টা নাগাদ প্রয়াত হন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৫। দীর্ঘদিন ধরেই ক্যান্সারে ভুগছিলেন তিনি। আজ মৃত্যু হয় তার।

 

১৯৪৪ সালে মেদিনীপুরের গোপিবল্লভপুরে জন্ম সন্তোষ রানার। রাজাবাজার সায়েন্স কলেজে ফিজিক্সে পিএইচডি করছিলেন । ষাটের দশকে সেই সময়ে চারদিকে নক্সাল আন্দোলন চলছে। ডাক এড়াতে না পেরে সন্তোষ রানা পিএইচডি-র পড়াশোনা ছেড়ে গ্রামে ফিরে যোগ দিলেন নক্সাল আন্দোলনে।

c0761 img 20190629 wa0020

একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ” সত্তরের দশকে আমরা নয়াগ্রাম, লালগড়ে মতো জঙ্গল অঞ্চল নয়, ডেবরা গোপিবল্লভপুরের মতো জনবহুল এলাকায় কাজ শুরু করি। ওই সমস্ত এলাকায় জমি ও পারিশ্রমিককে কেন্দ্র করে গোষ্ঠী দ্বন্দ প্রবলভাবে প্রকট। ”

২০১৮ সালে ‘রাজনীতির এক জীবন’ বইয়ের জন্য আনন্দ পুরষ্কার পান সন্তোষ রানা।

সম্পর্কিত খবর