মাঠে চলছে ওয়ার্ল্ড কাপ ক্রিকেট! অন্যদিকে হাতাহাতিতে মক্ত পাক-আফগান সর্মথকরা

বাংলা হান্ট ডেস্ক: মাঠে খেলা চলাকালীনই, বাইরে হাতাহাতিতে জড়িয়ে পড়লেন পাকিস্তান-আফগানিস্তান সমর্থকরা। এমনকি ব্যারিকেডও ভাঙতে দেখা গেছে তাদের।

46cdb images 5 13

শনিবার পাকিস্তান ও আফগানিস্তান হেডিংলে ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি হয়েছে, ম্যাচ চলাকালীন একটি বিমান উড়ে যায় মাঠের উপর দিয়ে। আর ওই বিমানটির সঙ্গেই ভাসতে দেখা যায় ‘Justice for Balochistan’ স্লোগান, ক্ষেপে ওঠেন পাক সমর্থকরা। হাতাহাতি শুরু হয়ে যায় দু’পক্ষের মধ্যে। এমনকি ব্যারিকেড ভেঙে ফেলেন তারা।

লিডস এয়ার ট্রাফিক খতিয়ে দেখছে যে ম্যাচ চলাকালীন কিভাবে এই বিমান উড়ে গেল মাঠের উপর দিয়ে।

সম্পর্কিত খবর