কিছুতেই মনে পড়ছে না Wi-Fi পাসওয়ার্ড? চিন্তা নেই, একটা ক্লিকেই জেনে নিন এইভাবে

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে যুগের সাথে তাল মিলিয়ে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে Wi-Fi-এর ব্যবহার। হাই-স্পিড ইন্টারনেটের জন্য অনেকে বাড়িতেও Wi-Fi ইনস্টল করে থাকেন। কিন্তু, অনেক সময় এমন হয় যে Wi-Fi ইনস্টল করলেও তার পাসওয়ার্ড মনে রাখাটা কঠিন হয়ে পড়ে। যার ফলে নতুন ডিভাইস Wi-Fi-এর সাথে কানেক্ট করাটা হয়ে পড়ে কঠিন।

এইভাবে জানুন Wi-Fi পাসওয়ার্ড:

যদিও, এই পাসওয়ার্ড মনে না থাকলেও আপনি সহজেই এটি জেনে যেতে পারেন। তার জন্য রয়েছে কিছু উপায়। যেখানে Wi-Fi-এর সাথে আগে থেকে সংযুক্ত ডিভাইসের মাধ্যমে আপনি জানতে পারবেন পাসওয়ার্ড। বর্তমান প্রতিবেদনে আজ আমরা ঠিক সেই বিষয়টি উপস্থাপিত করব।

অ্যান্ড্রয়েড ডিভাইস: প্রথমেই জানিয়ে রাখি অ্যান্ড্রয়েড ডিভাইসের প্রসঙ্গে। এই ডিভাইসে Wi-Fi-এর পাসওয়ার্ড খুঁজতে, প্রথমে সেটিংসে ক্লিক করুন। এর পরে নেটওয়ার্কে অপশনে গিয়ে তারপরে Wi-Fi অপশনে ক্লিক করুন। এরপরে, কানেকটেড Wi-Fi নেটওয়ার্কের নামের পাশে গিয়ার আইকনে ক্লিক করুন। সেখানে আপনি শেয়ার অপশনে ক্লিক করে আপনার পরিচয় ভেরিফাই করুন। তারপর আপনি Wi-Fi শেয়ার করার জন্য একটি QR কোড দেখতে পাবেন। যার নিচে Wi-Fi পাসওয়ার্ড লেখা থাকবে।

Find out Wi-fi password in one click.

Samsung Galaxy: আপনি যদি Samsung Galaxy ডিভাইসে Wi-Fi পাসওয়ার্ড খুঁজতে যান সেক্ষেত্রে সেটিংস > কানেকশন > তারপরে Wi-Fi অপশনে যান। কানেকটেড Wi-Fi নেটওয়ার্কের পাশে গিয়ার আইকনে ট্যাপ করুন। তারপর, তারকাচিহ্নিত পাসওয়ার্ড ক্ষেত্রের পাশের আইকনে ট্যাপ করে আপনার পরিচয় ভেরিফাই করুন। যার পরে Wi-Fi পাসওয়ার্ডটি প্লেন টেক্সটে দৃশ্যমান হয়ে উঠবে।

আরও পড়ুন: রাজি নয় ভারত! পাকিস্তানে তড়িঘড়ি বাতিল হল চ্যাম্পিয়ন্স ট্রফির অনুষ্ঠান, চরম বিপাকে ICC

iPhone: আপনার যদিও iOS ডিভাই থাকে সেক্ষেত্রে সেটিংস অ্যাপ খুলুন। তারপরে Wi-Fi-তে ক্লিক করুন এবং কানেকটেড নেটওয়ার্কের পাশে নীল বৃত্তে ট্যাপ করুন। সেখান থেকে ক্লিক করতে হবে Password-এ। তারপর আপনার iPhone পাসকোড বা ফেস আইডি দিয়ে আপনার পরিচয় নিশ্চিত করতে হবে। পিন দিয়ে বা আপনার ফেস আইডি দেখানোর পরে পাসওয়ার্ডটি দেখা যাবে।

আরও পড়ুন: ভারত নয়, নিজ্জার খুনের পেছনে রয়েছে পাকিস্তানের হাত! কানাডার রাডারে এবার ISI এজেন্ট

উইন্ডোজ ল্যাপটপ বা কম্পিউটার: আপনি যদি উইন্ডোজ ল্যাপটপ বা কম্পিউটার ব্যবহার করেন সেক্ষেত্রে Wi-Fi পাসওয়ার্ড খুঁজতে, সেটিংস > স্টার্ট মেনু > নেটওয়ার্ক এবং ইন্টারনেট > তারপরে Wi-Fi-তে যান। এর পর কানেকটেড নেটওয়ার্কের নাম ওপরে আসবে। সেখানে ট্যাপ করুন, যাতে Wi-Fi নেটওয়ার্ক বৈশিষ্ট্যগুলি উপস্থিত হয়৷ এর পরে একটি নতুন স্ক্রিন খুলবে যেখানে Wi-Fi নেটওয়ার্ক সম্পর্কে তথ্য দৃশ্যমান হবে। এখানে View Wi-Fi Security কী-তে ক্লিক করুন। এরপরে একটি নতুন ডায়ালগ বক্স খুলবে যেখানে Wi-Fi পাসওয়ার্ডটি প্লেন টেক্সটে দৃশ্যমান হবে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর