রেখা পাত্র ‘হেরো মাল’ হলে মমতা নন্দীগ্রামের ‘হেরো ড্যাশ….’,বেলাগাম আক্রমণ শুভেন্দুর

বাংলা হান্ট ডেস্কঃ বসিরহাট লোকসভা কেন্দ্রের পরাজিত বিজেপি প্রার্থী রেখা পাত্রকে ‘হেরো বলে’ কটাক্ষ করার অভিযোগ উঠেছে তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের বিরুদ্ধে। তাঁর করা এই মন্তব্য নিয়ে রাজনৈতিক মহলে চর্চা তুঙ্গে। এপ্রসঙ্গে একাধিকবার নাম নিয়ে ফিরহাদ হাকিমকে আক্রমণ শানিয়েছেন রাজ্যের প্রধান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

মমতাকে ‘হেরো ড্যাশ’ বলে কটাক্ষ শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)

এরই মাঝে তালডাংরা বিধানসভা উপনির্বাচনের বিজেপি প্রার্থী অনন্যা রায় চক্রবর্তীর হয়ে প্রচারে গিয়ে আরো একবার এই কুমন্তব্য নিয়ে  সড়ব হলেন রাজ্যের প্রধান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। নিজেকে ভদ্রবাড়ির ছেলে দাবি করে নন্দীগ্রামের বিজেপি বিধায়ক (Suvendu Adhikari) এদিন বলে ওঠেন, ‘আপনার বোনকে মাল বলেছে না? দলিত বোনকে? মাল বলেছে। হেরো মাল। আমার মুখে আসবে না। বসিরহাটে রেখা পাত্র যদি হেরো মাল হয়, তাহলে নন্দীগ্রামের হেরো ড্যাশ কে? আমার মুখ থেকে তো আসবে না। ভদ্রবাড়ির ছেলে। আসবে না।’ 

এছাড়া বাবা তথা রাজ্যের পোড় খাওয়া রাজনীতিক শিশির অধিকারী সম্পর্কেও শুভেন্দু দাবি করেন যারা তাঁর বাবা তুলে কথা বলছেন তাঁরা আদতে শিশির অধিকারের পায়ের নখেরও যোগ্য নন। অন্যদিকে বিজেপির রেখা পাত্রকে হেরো মাল বলে মন্তব্য করার পর নিজে সাফাই গেয়ে ফিরহাদ হাকিম দাবি করেন তিনি আসলে রেখা পাত্রকে ‘হেরো মাল’ বলেননি। বরং বিজেপিকে ‘হেরোভূত, ‘হেরো মাল’ বলেছেন।

আরও পড়ুন: ৭৮ কোটি ১৬ লক্ষ টাকা! কলকাতা পুরসভার রাজস্বে ঘাটতি! বড় সিদ্ধান্ত মেয়রের

রেখাকে তিনি ভদ্রমহিলা বলে সম্বোধন করেছিলেন বলেও দাবি করেছেন ফিরহাদ হাকিম। সেইসাথে তাঁর দাবি তিনি যখনই মহিলাদের সম্পর্কে কথা বলেন তখনই তাদের সম্মান দিয়ে কথা বলেন। কারণ তিনি মেয়েদের মাতৃরূপে পুজো করেন বলে দাবি ফিরহাদের। তবে বিজেপিকে হের মাল বলায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন তার জন্য তিনি ক্ষমা চেয়ে নিয়েছেন।

Suvendu a

সেইসাথে তিনি দাবি করেছেন তিনি কখনও তিনি মহিলাদের অসম্মান করতে পারেন না। কারণ তার দলের প্রধান একজন মহিলা, তার মা স্ত্রী আছেন এবং মেয়ে এবং নাতনিও আছে। তাই রাজ্যের মেয়রের দাবি তিনি মেয়েদের সম্মান করেন বলেই দুর্গাপুজো  এবং কালীপুজোও করেন।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর