ডি.এড কলেজের পাশে বোমা উদ্ধার

Published On:

সৌগত মন্ডল, রামপুরহাট-বীরভূম : আজ দুপুরে বীরভূমের মল্লারপুর থানার অন্তর্গত গদাধরপুর থেকে কিছুটা দূরে কৃষ্ণনগর গ্রামে একটি বেসরকারী ডি.এড কলেজ পাশে ফাঁকাজমিতে এক ঝোলা বোম দেখতে পাই গ্রামবাসীরা । তৎক্ষনাত মল্লারপুর থানায় খবর দেয় গ্রামবাসীরা।

ঘটনা স্থলে পুলিশ যায়। পুলিশ বোম স্কোয়ার্ড টিমকে খবর দেয়, দুর্গাপুর থেকে সেই টিম এসে বোমাগুলি নিস্ক্রীয় করে। গ্রামবাসীরা জানাই,” কয়েদিন ধরেই কাটমানি নিয়ে উত্তপ্ত বীরভূম, সেরকমই ২৭জুন আমাদের গ্রামে কাটমানি নিয়ে তৃণমূল-বিজেপি সংঘর্ষ বাঁধে, গতকালকে খুব বোমাবাজী শুরু হয়, গ্রাম পুলিশ মোতায়েন করা হয় এবং রাত্রে পুলিশ টহল দেয় গ্রামে,আমরা সকলেই আতঙ্কিত হয়ে আছি ।

কে বা কারা এই বোমের ঝোলা মাঠে রেখেছে কিছু জানা যায়নি এখনো।

X