বাংলাহান্ট ডেস্ক : ফের সেনা-জঙ্গি সংঘর্ষে উত্তপ্ত জম্মু ও কাশ্মীর (Jammu and Kashmir)। বিগত দু দিন ধরে লাগাতার চলছে সংঘর্ষ। রবিবার সকাল থেকে and জায়গায় উত্তপ্ত হয়ে ছিল পরিস্থিতি। কিস্তওয়ার ভার্ট রিজ এলাকায় জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে শহিদ হয়েছেন ভারতীয় সেনাবাহিনীর একজন আধিকারিক। এলাকায় বাড়ানো হয়েছে সেনা নিরাপত্তা।
দুদিন ধরে অব্যাহত কাশ্মীরে (Jammu and Kashmir) সেনা অভিযান
রবিবার সকাল থেকে জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) দুটি আলাদা জায়গায় হয়েছে জঙ্গি দমন অভিযান। যেমনটা জানা যাচ্ছে, কিস্তওয়ার জেলার জঙ্গলে ঘেরা কিস্তওয়ার ভার্ট রিজ এলাকায় দুই জঙ্গিরা আত্মগোপন করে থাকার খবর পেয়েই অভিযান চালায় সেনা। জঙ্গলের মধ্যে কয়েক কিলোমিটার ঢুকতেই দুজন গ্রামরক্ষী নাজির আহমেদ এবং কুলদীপ কুমারের দেহ উদ্ধার করেন তাঁরা।
গুলির লড়াইয়ে শহিদ এক সেনা আধিকারিক: এরপরেই জঙ্গিদের সঙ্গে শুরু হয় সেনার গুলির লড়াই। এই সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে আহত হন ভারতীয় সেনাবাহিনীর চার জওয়ান। সেনার হোয়াইট নাইট কর্পস এর তরফে জানানো হয়েছে, জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শহিদ হয়েছেন ২ প্যারা স্পেশ্যাল ফোর্সের নায়েব সুবেদার। সেনা জঙ্গি গুলির লড়াইয়ে আহত বাকি ৩ জন জওয়ানকে উদ্ধার করা হয়েছে।
আরো পড়ুন : জ্বলছে ঢাকা, অশান্তি চরমে! হঠাৎ ইউনূসের কাছে হাজির সেনাপ্রধান, ফের বড় কিছু ঘটবে বাংলাদেশে?
হিন্দু বসতিপূর্ণ এলাকাগুলিকে নিশানা জঙ্গিদের: সোমবারও উপত্যকায় (Jammu and Kashmir) অব্যাহত জঙ্গি দমন অভিযান। বিভিন্ন এলাকায় জঙ্গিদের আক্রমণের পরিকল্পনা ছিল বলে জানা গিয়েছে। বিশেষ করে যেখানে হিন্দুদের সংখ্যা বেশি এমন এলাকা, মন্দিরগুলিকে তারা নিশানা করছে বলে জানা গিয়েছে। তিন চারজন জঙ্গিকে এদিন ঘিরে রাখে ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা। বাড়িয়ে দেওয়া হয়েছে জওয়ান। নিরাপত্তা বাড়ানো হচ্ছে এলাকায়।
আরো পড়ুন : ‘যেখানেই থাকুন না কেন…’, ভারত থেকেই গ্রেফতার হবেন হাসিনা? বড় ইঙ্গিত ইউনূস সরকারের
রবিবার শ্রীনগরের হারওয়ান এলাকাতেও চলে জঙ্গি অভিযান। এলাকায় কয়েকজন জঙ্গির আত্মগোপন করে থাকার খবর পেয়ে সকাল থেকেই অভিযান চালায় সেনা। শুরু হয় গুলির লড়াই। জঙ্গি অভিযানে ফের পরিবেশ উত্তপ্ত হয়ে উঠেছে জম্মু ও কাশ্মীরে (Jammu and Kashmir)।