বাংলা হান্ট ডেস্ক: ইতালিতে বিস্ফোরণ ঘটে ভেঙে ফেলা হলো চার হাজার টনের একটি ব্রিজ। প্রাকৃতিক দুর্যোগের কারণে এর আগেই ইতালির জেনোয়া শহরের মোরান্ডি ব্রিজের কিছুটা অংশ ভেঙে পড়েছিল, মৃত্যু হয়েছিল প্রায় ৪৩ জনের।
সেতুটির অনেক অংশই ভেঙে পড়েছিল। শুধু বেঁচে ছিল সেতুর দুদিকে দুটি অংশ এবং মাঝখানের খানিকটা রাস্তা। সেতুটি বিপদজনক অবস্থায় ঢাকায় সেতুটি ভেঙে ফেলা ছাড়া আর কোনো উপায় ছিল না।
চার হাজার টনের ব্রিজ ভেঙে ফেলা হলো
![7b8b0 11 58 16 images 7b8b0 11 58 16 images](https://banglahunt.com/wp-content/uploads/2019/07/7b8b0-11-58-16-images.jpg)
সম্পর্কিত খবর