মেয়েদের জন্য চাই সুপাত্র, খবরের কাগজে বিজ্ঞাপন দিলেন পিসি সরকার জুনিয়র! সত্যি নাকি ম্যাজিক?

বাংলাহান্ট ডেস্ক : বড় হয়েছে মেয়েরা। এবার পাত্রস্থ করার সিদ্ধান্ত নিয়েছেন বাবা। তাই খবরের কাগজে সুপাত্র চেয়ে বিজ্ঞাপন (Magician P.C Sorcar Junior)। অত্যন্ত স্বাভাবিক ঘটনা। খবরের কাগজ খুললে ‘পাত্র পাত্রী চাই’ কলামে এমন হাজারো উদাহরণ চোখে পড়বে। বেশিরভাগ ক্ষেত্রেই বিজ্ঞাপনগুলির বয়ান থাকে একই রকম। তার মধ্যেও কিছু কিছু বিজ্ঞাপন আলাদা করে কেড়ে নেয় নজর। যেমন নজর কেড়েছে এই বিজ্ঞাপনটি।

মেয়েদের জন্য পাত্র খুঁজছেন পিসি সরকার জুনিয়র (Magician P.C Sorcar Junior)

তিন মেয়ের জন্য সুপাত্রের সন্ধান করছেন জাদুকর পিসি সরকার জুনিয়র (Magician P.C Sorcar Junior)। কেমন পাত্র চাই বিজ্ঞাপনে সুস্পষ্ট ভাবে রয়েছে তারও উল্লেখ। খবরের কাগজে হাজারো বিজ্ঞাপনের মাঝে এমন একটি বিজ্ঞাপন দেখে স্বাভাবিক ভাবেই আটকাবে নজর। জাদুকর পিসি সরকার জুনিয়র (Magician P.C Sorcar Junior) সত্যিই কি পাত্রের খোঁজ করছেন মেয়েদের জন্য? নাকি সবটাই ভাঁওতা?

Magician p.c sorcar junior gave advertisement for daughters

কী লেখা বিজ্ঞাপনে: ভাইরাল বিজ্ঞাপনে লেখা, ‘জাদুশিল্পী পিসি সরকার জুনিয়র ও জয়শ্রী সরকারের কন্যাদের জন্য জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ৩৮-৪৫ উপযুক্ত সুদর্শন দীর্ঘাঙ্গ সুপ্রতিষ্ঠিত পাত্র চাই।’ প্রখ্যাত জাদুকর (Magician P.C Sorcar Junior) জানান, বিজ্ঞাপনটি সম্পূর্ণ সঠিক। তিন কন্যার বাবা হিসেবে সমাজের কাছে একজন সুপাত্র চাইছেন তিনি।

আরো পড়ুন: প্রতি রাতে ইচ্ছা করেই এই কাণ্ড ঘটান অভিষেক! বিচ্ছেদ গুঞ্জনের মাঝে বেডরুম সিক্রেট ফাঁস ঐশ্বর্যর

বিজ্ঞাপন নিয়ে কী বললেন জাদুকর: পিসি সরকার জুনিয়র (Magician P.C Sorcar Junior) বলেন, ‘আপনারা ভুলে যাবেন না আমিও একজন রক্তমাংসের মানুষ। আমার পরিবারের বেশিরভাগ মানুষেরই বিয়ে হয়েছে খবরের কাগজে বিজ্ঞাপন দিয়ে। আমিও চাই নাতি নাতনির মুখ দেখতে। কোনো রকম প্রচার নয়। সুপাত্রের হাতে মেয়েদের তুলে দিতে চাই’।

আরো পড়ুন: বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে রাম মন্দির! ভিডিও বার্তায় তারিখ জানাল খলিস্তানি জঙ্গি, হইচই দেশজুড়ে

এ বিষয়ে জাদু সম্রাটের মেয়ে মৌবনী বলেন, বাবা মায়ের সিদ্ধান্তকে সম্পূর্ণ সমর্থন করছেন তাঁরা। বাবা মা তাঁদের জন্য সঠিক টাই করবেন বলে মনে করেন তিন বোন। প্রসঙ্গত, পিসি সরকার জুনিয়রের বড় মেয়ে মানেকা সরকারের বিয়ে হয়েছিল ২০১৩ সালে। কিন্তু পরে ডিভোর্স হয়ে যায় তাঁর। প্রথমে বাবার সঙ্গে ম্যাজিক দেখালেও পরে নিজস্ব শো শুরু করেন মানেকা। তবে জাদু সম্রাটের মেজ এবং ছোট মেয়ে মমতাজ এবং মৌবনী পা রেখেছেন বিনোদুনিয়ায়। তিন মেয়ের জন্যই পাত্র খুঁজছেন পিসি সরকার জুনিয়র।

ad

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর