ভারতের বিরোধিতা করলে আর নয় বিদেশি অনুদান! NGO-গুলিকে কড়া হুঁশিয়ারি দিয়ে নতুন নোটিস কেন্দ্রের

বাংলাহান্ট ডেস্ক : স্বেচ্ছাসেবী সংস্থাগুলির বিদেশি অনুদান গ্রহণের ক্ষেত্রে স্পষ্ট নিয়মের তালিকা বাতলে দিল কেন্দ্র (India)। সম্প্রতি বেশ কিছু স্বেচ্ছাসেবী সংস্থার বিদেশি অনুদান গ্রহণে নিষেধাজ্ঞা জারি করা হয় সরকারের তরফে। এ বিষয়ে সুস্পষ্ট কারণ জানা যাচ্ছিল না। বাড়ছিল বিভ্রান্তি। এরপরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ওয়েবসাইটে একটি নোটিস দিয়ে দেওয়া হয়েছে। সেখানে একটি সুস্পষ্ট তালিকা আপলোড করে দেওয়া হয় কেন্দ্রের (India) তরফে। কী কী কারণে বাতিল হতে পারে এনজিওর বিদেশি অনুদান, তা জানিয়ে দেওয়া হয়েছে নোটিসে।

বিদেশি অনুদানের ক্ষেত্রে কেন্দ্রের (India) জারি নতুন নোটিস

এনজিওর বিদেশি অনুদান গ্রহণের ক্ষেত্রে নিয়মের আরো কড়াকড়ি করা হয়েছে। সোমবার কেন্দ্রের (India) তরফে স্বরাষ্ট্র মন্ত্রকের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে একটি নোটিস। সেখানে লেখা হয়েছে, কোনো স্বেচ্ছাসেবী সংস্থা যদি দেশবিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকে তবে বাতিল হবে FCRA লাইসেন্স। এছাড়াও সংস্থার বিরুদ্ধে যদি ধর্মান্তকরন কিংবা জঙ্গি গোষ্ঠীগুলির যোগ থেকে থাকে তাহলেও সংস্থার FCRA লাইসেন্স বাতিল হবে।

No more foreign donation if these rules are violated for india ngo

কেন মিলছে না ছাড়পত্র জানাল কেন্দ্র: বিগত কয়েকদিনে বেশ কয়েকটি এনজিওর বিদেশি অনুদান গ্রহণে নিষেধাজ্ঞা জারি করেছিল কেন্দ্র (India)। পালটা ছাড়পত্র কেন পাওয়া যাচ্ছে না তা নিয়ে প্রশ্ন তুলেছিল কয়েকটি সংস্থা। এরপরেই স্বরাষ্ট্র মন্ত্রকের ওয়েবসাইটে প্রকাশ করা হয় তালিকা। কী কী কারণে এনজিওর FCRA লাইসেন্স বাতিল হতে পারে, বিদেশি অনুদান গ্রহণে নিষেধাজ্ঞা জারি হতে পারে তা স্পষ্ট করে দেওয়া হয়েছে নোটিসে।

আরো পড়ুন : প্রেসিডেন্ট হয়েই চিনকে চাপে ফেলতে মোক্ষম চাল ট্রাম্পের! নিলেন বিরাট সিদ্ধান্ত, স্বস্তিতে ভারত

কী কী কারণে বাতিল হবে লাইসেন্স: নোটিসে বলা হয়েছে কোনো এনজিওর যদি দেশবিরোধী (India) কার্যকলাপ, জঙ্গি সংগঠনের সঙ্গে যোগ থাকে তবে বাতিল হবে লাইসেন্স। এছাড়া ধর্মান্তর, সম্প্রীতি নষ্ট করার অভিযোগ থাকলেও বাতিল করা হবে সংস্থার লাইসেন্স। এছাড়াও রয়েছে বেশ কিছু নিয়ম। সংস্থা যদি বার্ষিক রিটার্ন না আপলোড করে, বিদেশি অনুদান সঠিক খাতে ব্যবহার না করা হয়, পাশাপাশি সাম্প্রতিক ২-৩ বছরের মধ্যে সমাজের কল্যাণে যদি কোনো স্বেচ্ছাসেবী সংস্থা তেমন সক্রিয় ভূমিকা পালন না করে তাহলে বাতিল হতে পারে FCRA লাইসেন্স।

আরো পড়ুন : চূড়ান্ত হওয়ার পথে চুক্তি! ভারতের কাছ থেকে কোন মারণাস্ত্র কিনতে চায় ফ্রান্স? চমকে দেবে বিশেষত্ব

জানিয়ে রাখি, কোনো এনজিওর ক্ষেত্রে বিদেশি অনুদান পেতে গেলে FCRA লাইসেন্স প্রয়োজন। এই লাইসেন্স ব্যবহার করেই বিদেশি অনুদান গ্রহণ করে থাকে সংস্থাগুলি। তবে লাগে কেন্দ্রের অনুমতিও। এবার থেকে নিয়মের উপরে আরো কড়াকড়ি বাড়িয়ে দিল সরকার।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর